ভুয়া কাবিননামা জোগাড়ের চেষ্টা করছেন মামুনুল!

0

বিশেষ প্রতিবেদন:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে এক নারীসহ স্থানীয় জনগণের কাছে আপত্তিকর অবস্থায় আটকের পর হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের আসল চেহারা উন্মোচিত হয়ে যায়। এরপর নিজেকে বাঁচাতে যে নারীর সাথে মামুনুল ধরা পড়েছিলেন, তার সাথে বিয়ের ভুয়া কাবিননামা জোগাড়ের প্রচেষ্টা চালাচ্ছেন বলে খবর দিয়েছে বাংলানিউজ ব্যাংক।

এদিকে বিষয়টি নিয়ে গভীর নজরদারি করছে আইনশৃঙ্খলা বাহিনী। কেউ যদি এরকম কোনো কাজে মামুনুল হককে সাহায্য করেন তবে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র।

জানা গেছে, গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিলাস বহুল রয়্যাল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষে গোপনে এক নারীর সঙ্গে অবস্থান করার সময় মামুনুল হককে আপত্তিকর অবস্থায় স্থানীয় জনগণ ঘেরাও করেন। ওই দিন জনগণের প্রশ্নের মুখে তিনি দাবি করেছিলেন, সঙ্গে থাকা নারী তার স্ত্রী। কিন্তু রিসোর্টে থাকা রেজিস্টার খাতায় ওই নারীর নাম আমিনা তৈয়বা হিসেবে উল্লেখ করেন মামুনুল।

অনুসন্ধানে জানা যায়, ওই নকল স্ত্রীর আসল নাম জান্নাত আরা ঝর্ণা। আর আমিনা তৈয়বা নামটি হলো মামুনুলের বাড়িতে থাকা বিবাহিত আসল স্ত্রীর নাম। এতেই মামুনুলের মিথ্যাচার ধরা পড়ে। পরে নিজেকে বাঁচাতে মামুনুল বলেন, তার সাথে থাকা নারীকে ২ বছর আগে তিনি বিয়ে করেছেন। ওই নারী তার দ্বিতীয় স্ত্রী। কিন্তু তিনি এই বিয়ের কাবিননামার অস্তিত্ব দেখাতে ব্যর্থ হন। ফলে লাইভে জানান, তিনি কলেমা পড়ে বিয়ে করেছেন।

৩ এপ্রিল রয়্যাল রিসোর্টে থাকা সংবাদকর্মীরা জানান, মামুনুল আটক থাকা অবস্থায় স্থানীয় হেফাজতে ইসলামের নেতা–কর্মীরা সেখানে ব্যাপক ভাঙচুর করে মামুনুল হক ও তার নকল স্ত্রীকে উদ্ধার করে নিয়ে যায় তারা। যদিও মামুনুল রিসোর্ট থেকে বেরিয়ে নিজে আলাদা সরে পড়েন, নকল স্ত্রীর দায়িত্ব নেন হেফাজতের সিনিয়র নেতারা।

ততক্ষণে সারাদেশে এই ঘটনা ছড়িয়ে পড়ে। পরিবারকে ম্যানেজ করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠে মামুনুল প্রথম স্ত্রীকে ফোন করেন। সেই ফোনালাপ প্রকাশ পেয়ে যাওয়ায় অনেক কিছুই খোলাসা হয়ে যায়।

সেই ফোনালাপে মামুনুল তার আসল স্ত্রীকে বলেন, তার সঙ্গে থাকা ওই নারী জনৈক শহীদুল ইসলামের স্ত্রী। পরিস্থিতির কারণে তাকে দ্বিতীয় স্ত্রী বলে পরিচয় দিতে বাধ্য হন তিনি।

মামুনুল তার স্ত্রীকে বলেন, ‘পুরো বিষয়টা আমি তোমাকে সামনে এসে বলব। ওই মহিলা যে ছিল সে হলো আমাদের শহীদুল ইসলাম ভাইয়ের ওয়াইফ। ওটা নিয়ে সেখানে পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে, এটা বলা ছাড়া…. আমাকে ইয়ে করে ফেলছে বুঝছো?’ তখন তার আসল স্ত্রী আমিনা বলেন, ‘আচ্ছা, বাসায় আসেন, তারপর যা বলার বইলেন।’

এরপর মামুনুল বলেন, ‘বলুম তো, তুমি বিষয়টা.. অন্যান্য কথা অন্যদের বলতে হবে। পরিস্থিতি এমন হয়ে গেছে। তুমি আবার মাঝখানে অন্যকিছু মনে কইরো না। তোমাকে কেউ জিজ্ঞেস করলে বলবা, হ্যাঁ, আমি বিষয়টা জানি।’ এরপর তার স্ত্রী বলেন, ‘ঠিক আছে।’

ওইদিন রাত ১০টার পর ফেসবুক লাইভে এসে মামুনুল হক দাবি করেন, ওই নারীর স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর তিনি তাকে বিয়ে করেছেন। কিন্তু তখনও তিনি কাবিননামা দেখাতে ব্যর্থ হন।

সূত্র জানায়, মিথ্যাচার প্রমাণিত হওয়ায় মামুনুল নিজেকে বাঁচাতে দ্বিতীয় বিয়ের কাবিননামা জোগাড়ে ব্যস্ত হয়ে পড়েন। নানা মাধ্যমে কাবিননামা জোগাড়ের চেষ্টা করেন তিনি।

মোহাম্মদপুর কাজী অফিস সূত্রে জানা গেছে, গত ২ দিনে জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার কয়েকজন ছাত্র এসে গোপনে বিয়ের কাবিননামা তৈরির বিষয়ে জানতে চান। কত টাকা দিলে কাবিননামা তৈরি করা যাবে সেটি জানতে চান। কিন্তু কাজী অফিসের কেউই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ার ভয়ে এ কাজে রাজি হননি।

কাজী অফিস থেকে মাদ্রাসাছাত্রদের বলা হয়, এ বিষয়ে পুলিশি ঝামেলা হতে পারে। আর ভুয়া কাবিননামা আমরা কেন করব। কেউ আগের বিয়ের কাবিননামা তৈরি করতে চাইলে সেটি তো বে-আইনি, আমরা সেটা করতে পারি না।

ধারণা করা হয়, ওই ছাত্রদেরকে মামুনুল হক কিংবা তার বড় ভাই মাহফুজুল হক (সাবেক মহাসচিব খেলাফতে মজলিস) পাঠিয়েছিলেন।

এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র বলছে, মামুনুল হকের মিথ্যাচার প্রকাশিত হওয়ার পর থেকে তার সঙ্গীদের ওপর নজর রাখা হচ্ছে। কেউ যদি বে-আইনিভাবে কাবিননামা তৈরি করেন কিংবা এ কাজে মামুনুল হককে সাহায্য করেন তাহলে তাদের বিরু’দ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এ রকম বে-আইনি কাজের কোনো আলামত পেলে সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্যও বলা হয়েছে।

শেয়ার করুন !
  • 524
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!