হেফাজতের উগ্রবাদী নেতা আজিজুল হক ইসলামাবাদী গ্রেপ্তার

0

সময় এখন ডেস্ক:

২০১৩ সালে রাজধানীর মতিঝিলে জ্বালাও-পোড়াও মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) যৌথ অভিযানে এই উগ্রবাদী নেতাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১১ এপ্রিল) রাতে হাটহাজারী থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে হেফাজতে নেয়। এর আগে দুপুরে হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত হেফাজতে ইসলামের নীতি নির্ধারণী বৈঠকে আজিজুল হক ইসলামাবাদী উপস্থিত ছিলেন।

পরে সোমবার (১২ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম-কমিশনার মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের জ্বালাও-পোড়াওয়ের অভিযোগে আজিজুল হক ইসলামাবাদীর বিরু’দ্ধে ৫টি মামলা হয়। ওই মামলায় গতকাল (রোববার) ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।’

এর আগে সোমবার (১২ এপ্রিল) দুপুরে ইসলামাবাদীর ছোট ভাই ফয়েজুল হক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, ‘বড়ভাই হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর সন্ধান পাওয়া গিয়েছে। তিনি ঢাকা ডিবি অফিসে আছেন, সুস্থ আছেন। উদ্বিগ্ন না হয়ে সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন।’

গতকাল হাটহাজারী মাদ্রাসার বৈঠক শেষ করে যাওয়ার পর থেকে তার সন্ধান্ মিলছিল না। তবে নিরুদ্দেশের পর থেকে হেফাজতের একাধিক নেতা দাবি করেছিলেন, তিনি হাটহাজারী থানায় আটক আছেন।

আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সূত্রে জানা গেছে, হেফাজত এবং রিসোর্ট কাণ্ডে জড়িত হেফাজত নেতা মামুনুল হকের বিষয়ে ইসলামাবাদীকে জেরা করা হচ্ছে।

২০১০ সালে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজিজুল হক ইসলামাবাদী সাংগঠনিক সম্পাদক এবং দলের মুখপাত্রের দায়িত্ব পালন করে আসছেন।

তবে অপর একটি সূত্র জানিয়েছে, রোববার রাতেই আজিজুল হক ইসলামাবাদীকে জেরার জন্য কঠোর গোপনীয়তায় এবং কড়া পাহারায় ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

এক সময় তিনি হেফাজতের প্রতিষ্ঠাতা আল্লামা আহমদ শফির ঘনিষ্ঠ হলেও বর্তমানে জুনায়েদ বাবুনগরীর অনুসারী হিসেবে পরিচিত।

শেয়ার করুন !
  • 156
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!