বিশেষ প্রতিবেদন:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদ্রাসার আবাসিক ছাত্রকে ধ- মামলার আসামি বড়খারচর আদর্শ নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ হেফাজত নেতা মুফতি ইয়াকুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, মাদ্রাসার আবাসিক ছাত্রদের ধ- করতে বেশি পছন্দ করেন হেফাজত নেতারা! এ কারণে কারণে অকারণে ছোট ছোট বালকেরদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যান তারা, খেদমতের নামে একসাথে শয়ন করেন।
রোববার (১১ এপ্রিল) জেলার তাড়াইল উপজেলার সেকান্দর নগর এলাকা আদর্শ নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ হেফাজত নেতা মুফতি ইয়াকুব আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ৩১ মার্চ দিবাগত রাত দুইটার দিকে মুফতি ইয়াকুব আলী তার মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়া আবাসিক ছাত্রকে নিজের শয়ন কক্ষে নিয়ে ধ- করেন। এ ঘটনা কাউকে না বলতে কোরআন শরীফ ছুঁয়ে শপথ করান এ হেফাজত নেতা।
গত ৬ এপ্রিল একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে বাড়িতে যায় শিশুটি। পরদিন তাকে মাদ্রাসায় যাওয়ার কথা বললে কান্না করতে থাকে শিশুটি। পরে বাবা-মায়ের কাছে সে ঘটনার কথা খুলে বলে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গত ৮ এপ্রিল কুলিয়ারচর থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকে পালিয়ে যান মুফতি ইয়াকুব আলী।
এরপর তথ্য প্রযুক্তি এবং লোকাল সোর্স ব্যবহার করে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
হেফাজত নেতা আজিজুল হক ৭ দিনের রিমান্ডে
২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের তা’ণ্ডবের ঘটনায় সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১২ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
২০১৩ সালে রাজধানীর মতিঝিলে হেফাজতের তা’ণ্ডবের পল্টন থানায় করা মামলায় রোববার আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম-কমিশনার মো. মাহবুব আলম বলেন, ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের জ্বালাও-পোড়াওয়ের অভিযোগে আজিজুল হক ইসলামাবাদীর বিরু’দ্ধে ৫টি মামলা হয়।
ওই মামলায় গতকাল (রোববার) ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সোমবার দুপুরে ইসলামাবাদীর ছোট ভাই ফয়েজুল হক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, বড়ভাই হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর সন্ধান পাওয়া গেছে। তিনি ঢাকা ডিবি অফিসে আছেন, সুস্থ আছেন। উদ্বিগ্ন না হয়ে সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন।
গতকাল হাটহাজারী মাদ্রাসার বৈঠক শেষ করে যাওয়ার পর থেকে তার সন্ধান্ মিলছিল না। তবে নিরুদ্দেশের পর থেকে হেফাজতের একাধিক নেতা দাবি করেছিলেন, তিনি হাটহাজারী থানায় আটক আছেন।
583