খালেদার করোনামুক্তির দোয়া অনুষ্ঠানে নেই স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা!

0

সময় এখন ডেস্ক:

দেশের বিভিন্ন অঞ্চলে আজ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। তবে এসব দোয়া অনুষ্ঠানের কোথাও মানা হয়নি ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার নিয়ম, নিরাপদ দূরত্ব মেনে চলার অনুশাসন কিংবা মাস্ক পরিধানের বাধ্য বাধকতার কোনোটাই।

এ নিয়ে সমালোচনা করেছেন সংবাদ সংগ্রহে যাওয়া বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা। তাদের কেউ কেউ আয়োজকদের এ নিয়ে প্রশ্ন করায় তেমন কোনো সদুত্তর পাননি। সংবাদকর্মীরা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ব্যবহার করে সংবাদ সংগ্রহ করে দ্রুত সরে পড়েন অনুষ্ঠানস্থল থেকে।

এ বিষয়ে স্ব স্ব মাধ্যম থেকে বিএনপির প্রেস উইংকে একটি চিঠি দেয়ার কথা বলেন গণমাধ্যমকর্মীরা।

আমাদের বগুড়া প্রতিনিধির পাঠানো সংবাদে জানা যায়, শাজাহানপুর উপজেলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ আসর উপজেলা সাজাপুর পশ্চিমপাড়া জামে মসজিদে এই বিশেষ দোয়ার আয়োজন করে শাজাহানপুর উপজেলা যুবদল। খালেদা জিয়া করোনায় আক্রান্ত হবার ফলে তার আশু রোগ মুক্তি কামনা করে এই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এখানে স্বাস্থ্য সুরক্ষার কোনো নিয়ম, অনুশাসন মেনে চলতে দেখা যায়নি কাউকে।

দোয়ায় অংশগ্রহণ করেন শাজাহানপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান, যুবদলনেতা নুর মাহমুদ মুন্সি, সোহেল হোসেন, আব্দুর রউফ, রহমত আলী প্রমুখ। দোয়া পরিচালনা করেন শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আহম্মাদ আলী।

ময়মনসিংহ জেলা প্রতিনিধির পাঠানো সংবাদে জানা যায়, ফুলপুর উপজেলায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার (১২ এপ্রিল) আসরের নামাজের পর পৌরসভার দিউ বায়তুস সালাম জামে মসজিদে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এখানে স্বাস্থ্য সুরক্ষার কোনো নিয়ম, অনুশাসন মেনে চলতে দেখা যায়নি কাউকে, জানান আমাদের প্রতিনিধি।

মোনাজাত পরিচালনা করেন- দারুল ইহসান কাসিমিয়া (এক্সিলেন্ট) মাদ্রাসার প্রিন্সিপাল দিউ বায়তুস সালাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মান্নান।

এতে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাসার আকন্দ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মোস্তফা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান পল্লব,

উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, পৌর কৃষকদলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক,

পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, শ্রমিকদল নেতা আব্দুল হান্নান, সাদ্দাম মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একেএম সুজাউদ্দিন সোজা, পৌর ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক সরকার, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন !
  • 29
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!