হেফাজতের সরলতাকে দুর্বলতা ভাবলে সরকারকে মাশুল দিতে হবে: বাবুনগরী

0

সময় এখন ডেস্ক:

হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী ও সহ-অর্থ সম্পাদক মুফতি ইলিয়াস হামিদিসহ সারাদেশে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তি না দিলে শান্তিপূর্ণ দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

হেফাজত অনেক ধৈর্য দেখিয়েছে, হেফাজতের সরলতাকে দুর্বলতা মনে করলে সরকারকে এর চরম মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের আমির জুনায়েদ বাবুনগরী।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাবুনগরী বলেন, ‘পুলিশ আমাদের নেতাকর্মীদের বাড়িতে গভীর রাতে হানা দিচ্ছে। গ্রেপ্তার করছে। কয়েকদিন আগে আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে গু’লি চালিয়েছে। আবার এসব ঘটনার মামলায় আমাদেরকে আসামি করেছে।’

হেফাজতের আমির বলেন, ‘এত জু’লুমের পরও হেফাজতে ইসলাম অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছে। হেফাজতের সরলতাকে দুর্বলতা মনে করলে, সরকারকে এর চরম মাশুল দিতে হবে।’

তিনি আরও বলেন, আমরা সরকারের কাছে এসব কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানাচ্ছি। নিরপরাধ মানুষকে এভাবে গ্রেপ্তার ও মামলা বরদাশত করা হবে না। হেফাজতে ইসলাম দেশে শান্তি-শৃঙ্খলা চায়। তবে জু’লুমের কারণে দেয়ালে পিঠ ঠেকে গেলে দেশবাসীকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে।

হেফাজতের উগ্রবাদী নেতা আজিজুলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

২০১৩ সালে রাজধানীর মতিঝিলে জ্বালাও-পোড়াও মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।

সোমবার (১২ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

২০১৩ সালে রাজধানীর মতিঝিলে হেফাজতের তা’ণ্ডবের পল্টন থানায় করা মামলায় রোববার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) যৌথ অভিযানে এই উগ্রবাদী নেতাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম-কমিশনার মো. মাহবুব আলম বলেন, ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের জ্বালাও-পোড়াওয়ের অভিযোগে আজিজুল হক ইসলামাবাদীর বিরু’দ্ধে ৫টি মামলা হয়।

ওই মামলায় গতকাল (রোববার) ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!