নোয়াখালী প্রতিনিধি:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করে তার ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমি আমার বড় ভাইয়ের সঙ্গে কথা বলি না। অনেক চেষ্টা করেছেন গত ২ মাসে। একদিনও কথা বলিনি। আমি কোনো অ’ন্যায়ের কাছে মাথা নত করব না।
সোমবার (১২ এপ্রিল) দুপুর ১২টায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে বসুরহাট পৌরসভার আয়োজনে করোনা প্রতিরোধের ফ্রন্টলাইনারদের সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদের মির্জা বলেন, কেউ হাজার হাজার কোটি টাকা কামাবে আর কেউ টাকার অভাবে খেতে পারবে না… অনেকে আজ দুইবেলা খেতে পারে না। এটা এ দেশে চলতে দেয়া যায় না।
কাদের মির্জা বলেন, জেলা পর্যায়ের অফিসারগুলো দ্যাখেন— সব বিদেশি কাপড়-চোপড়… এত টাকা কোথা থেকে পায়? কোথা থেকে পায় শা*রা? দেশের মানুষের মাথা বিক্রি করে, লু’ট করে এরা দেশকে খাচ্ছে।
মন্ত্রীর সহকারী জুয়েল। এদের কোনো পদবিও নেই। এটা লাগাইছে। এটা লাগায় ভিজিটিং কার্ড কতগুলো নিয়ে এমপি, মন্ত্রী, সচিবসহ বিভিন্ন জায়গায় তদবির করে কোটি কোটি টাকা কামাইছে।
আমেরিকার নিউইয়র্কের সবচেয়ে অভিজাত এলাকা লং আইল্যান্ডে সে জায়গা কিনে বাড়ি করছে। সে হলো মন্ত্রী মহোদয়ের চামচা, লগে লগে ঘুরে। দ্যাখেন অবস্থা দ্যাখেন। এগুলো দেখে আমার বিবেক নাড়া দিছে। সত্য কথা হলো এটা— যোগ করেন বসুরহাট মেয়র।
এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা মেডিকেল অফিসার ডা. মাকসুদাহ সুলতানা সুরভি, ডা. শওকত আল ইমরান ইমরোজ, ডা. সামিয়া কামাল প্রমুখ।
হেফাজতের সরলতাকে দুর্বলতা ভাবলে সরকারকে মাশুল দিতে হবে: বাবুনগরী
হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী ও সহ-অর্থ সম্পাদক মুফতি ইলিয়াস হামিদিসহ সারাদেশে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তি না দিলে শান্তিপূর্ণ দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের আমির জুনায়েদ বাবুনগরী।
সোমবার (১২ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাবুনগরী বলেন, ‘পুলিশ আমাদের নেতাকর্মীদের বাড়িতে গভীর রাতে হানা দিচ্ছে। গ্রেপ্তার করছে। কয়েকদিন আগে আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে গু’লি চালিয়েছে। আবার এসব ঘটনার মামলায় আমাদেরকে আসামি করেছে।’
হেফাজতের আমির বলেন, ‘এত জু’লুমের পরও হেফাজতে ইসলাম অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছে। হেফাজতের সরলতাকে দুর্বলতা মনে করলে, সরকারকে এর চরম মাশুল দিতে হবে।’
তিনি আরও বলেন, আমরা সরকারের কাছে এসব কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানাচ্ছি। নিরপরাধ মানুষকে এভাবে গ্রেপ্তার ও মামলা বরদাশত করা হবে না। হেফাজতে ইসলাম দেশে শান্তি-শৃঙ্খলা চায়। তবে জু’লুমের কারণে দেয়ালে পিঠ ঠেকে গেলে দেশবাসীকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে।