মামুনুল হককে নবী রাসুলের সাথে তুলনা করলেন হেফাজত নেতা (ভিডিও)

0

অনলাইন ডেস্ক:

আপত্তিকর অবস্থায় বেগানা নারীসহ হেফাজত নেতা মামুনুল হক আটকের পর তার সম্মান রক্ষার্থে হেফাজত নেতাদের একের পর এক মিথ্যাচার আর সরকারের প্রতি বিষোদ্গার থামছেই না। প্রকাশিত ফোনালাপের অডিও, বিভিন্ন জায়গা থেকে অনেক নারীর সাথে সম্পর্কের তথ্য প্রমাণগুলোকে বানোয়াট বলে দাবি করছেন তারা। যদিও মামুনুল হক নিজেই সব সত্য বলে ফেসবুকে লাইভ করেছেন।

এই ভিডিও দেখে ক্ষুব্ধ হয়েছেন হেফাজত নেতাকর্মীরা, কেন মামুনুল হক এসব বলে তাদের এত পরিশ্রমের ওপর পানি ঢেলে দিলেন! তাদের প্রতিক্রিয়ায় মামুনুল হক নিজের লাইভ ভিডিও সরিয়ে ফেলেছেন নিজের ভেরিফায়েড আইডি থেকে।

এরপর ক্রমাগত মিথ্যাচারের পরিমাণও বাড়তে থাকে। মামুনুল হকের এসব অপকর্মকে বৈধতা দিতে গিয়ে তারা রীতিমত এতটাই ওপরে উঠিয়েছে যে, কেউ কেউ তাকে নবী রাসুলের পর্যায়ে নিয়ে গেছেন। নবী রাসুলদের সাথে অতীতে যেভাবে কাফেররা বেয়াদবি করেছে, অসম্মান করেছে, মামুনুল হকের সাথেও তদ্রুপ করা হচ্ছে বলে দাবি করছেন।

মামুনুল হকের মুখোশ উন্মোচনের সাথে হেফাজতের নেতাকর্মীরা নবী রাসুলদের সাথে কাফেরদের আচরণের তুলনা দিচ্ছেন। যা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বেশ সমালোচনার সৃষ্টি হয়েছে। একজন সাধারণ মানুষ, যিনি ধর্ম নিয়ে রাজনীতি করছেন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য, দেশব্যাপী না’শকতা চালানোর উসকানি দিয়ে ক্ষ’তি করেছেন হাজার কোটি টাকার সম্পদ, যার একের পর নারী কেলে’ঙ্কারির ঘটনা উঠে আসছে,

তাকে নবী রাসুলদের পর্যায়ে নিয়ে যাওয়া প্রকারন্তরে শিরক বলে অভিহিত করছেন আলেম ওলামাগণ। কারণ এতে করে ইসলামের যে বিধান, শেষ নবীর পর আর কোনো নবী আসবে না- পবিত্র কোরআনে এমন ঘোষণাকে অস্বীকারই করা হচ্ছে বলে মত ইসলামি স্কলারদের।

সেই সাথে মামুনুল হকের পিতা- স্বঘোষিত স্বাধীনতাবিরোধী আজিুজল হককে দাবি হয়েছে মুক্তিযোদ্ধা বলে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ কামাল এবং শেখ জামালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের বিষয়টি নিয়ে করা হয়েছে মিথ্যাচার। বঙ্গবন্ধুর জেল জীবন নিয়ে করা হয়েছে ক’টাক্ষ।

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার পারুলিয়া গ্রাম নিবাসী এনায়েত শরীফের পুত্র হেফাজত নেতা হাবিবুল্লাহ শরীফের একটি ভিডিও বার্তা ভুল ইংরেজি দিয়ে শুরু হয় এভাবে-

‘আর ইউ নো এবাউট মামুনুল হক? মামুনুল হক সম্পর্কে তোদের কোনো ধারণা আছে? মামুনুল হক সাহেব এদেশের একজন খ্যাতনামা ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন তার সন্তান, আজিজুল হক সাহেবের সন্তান। তোদের পরিবারে কোনো মুক্তিযোদ্ধা আছে? মামুনুল হক সাহেব কে? ভালোভাবে তোদের জানা দরকার। তিনি একাধারে বাংলাদেশ খেলাফত যুব মজলিশের চেয়ারম্যান, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, সমাজ সংস্কারক, সমাজ বিজ্ঞানী।

তোরা জানিস মামুনুল হক সাহেব সম্বন্ধে? হযরত মাওলানা মামুনুল হক সাহেব তার কিছুদিন ধরে একটু বোর বোর লাগছিল, এজন্য গিয়েছিলেন একটু শোয়ার জন্য, সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে গিয়ে উঠেছেন। তিনি তো মনে করেছেন মুক্ত স্বাধীন দেশে কে তার পিছু নেবে, কিন্তু এদেশে যে সন্ত্রা’স বাহিনী রয়েছে, জ’ঙ্গি বাহিনী রয়েছে, এ খবর কে জানত?

সেখানে গিয়ে মামুনুল হক সাহেবকে তারা হে’নস্থা করেছে, তার পার্সোনাল লাইফ নিয়ে তাকে প্রশ্ন করেছে, তাকে প্রশ্ন করে জানার চেষ্টা করেছে আপনি যে এখানে আসেন, আপনার আয়ের উৎস কী?

তোদের পরিবারে কোনো মুক্তিযোদ্ধা আছে? তোদের পরিবারে ছিল দামাল কামাল, উপযুক্ত ছেলে সন্তান ছিল, একটা ছেলেও মুক্তিযুদ্ধে আসেনি। কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। তোদের নেতা, যে গ’লাবাজি করেছে শুধু, সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে? সে ‘চিগারেট’ নিয়ে ‘চিগারেটের’ পাইপসহ পাকিস্থানের জেলে আয়েশি জীবন যাপন করেছে। খবর নিয়েছে, জানার চেষ্টা করেছে, বাঙালিরা কী করছে?

যুগে যুগে অনেক নবী রাসুলকে ওই সময়ের কাফেররা অনেক অপ’বাদ দেয়ার চেষ্টা করেছে, হযরত ঈসা (আ.) এর সাথে ওই সময়ের কাফেররা, হযরত মুসা (আ.) এর সঙ্গে কাফেররা, হযরত ইউসুফ (আ.) এর সঙ্গে কাফেররা, হযরত আইয়ুব (আ.) এর সঙ্গেও বেয়াদবি করেছে।

আবার সর্বশেষ জমানার নবী আখেরি পয়গম্বর বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) এর সাথেও কাফেররা বেয়াদবি করেছে। কিন্তু এখন এই কাফের নাই, এ সময় নবী নাই রাসুল নাই, সাহাবা নাই, কিন্তু তাদের উত্তরসুরীরা এখনও আছে, তাদের সাথে এখনও বেয়াদবি হয় কি হয় না?’

ভিডিও:

শেয়ার করুন !
  • 1.3K
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!