নুরুর মানসিক সুস্থতা কামনা করলেন ছাত্রলীগ সম্পাদক

0

সময় এখন ডেস্ক:

ডাকসুর সাবেক ভিপি ও ছাত্র অধিকার পরিষদের নেতা নুরু ফেসবুক লাইভে এসে বলেন, কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না।

নুরু ১ ঘণ্টা ১০ মিনিটের ওই বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের উগ্রবাদীরা আলেম উলামাদের নিয়ে যেভাবে বিদ্বে’ষ ছড়াচ্ছে, এরা মুসলমান হতে পারে না।

বিশ্বের সকল মুসলিম অধ্যুষিত দেশগুলোর মত করোনা বিস্তার রোধে বাংলাদেশেও সর্বত্র জনসমাগম বন্ধের পাশাপাশি মসজিদে জামাতে মুসল্লির সংখ্যা সীমিত যে নির্দেশনা সরকার দিয়েছে, তা অ’মান্য করার জন্যও সবাইকে আহ্বান জানান নুরু।

হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের রিসোর্ট কাণ্ড সরকারের চাল বলেও দাবি করেন তিনি। ছাত্রলীগ-যুবলীগের নেতাদের উদ্দেশে তিনি বলেন, যারা নিজেদের মুসলমান দাবি করেন, অন্তত আওয়ামী লীগ কইরেন না।

নুরুর বক্তব্যের প্রতিক্রিয়ায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, নূর মানসিকভাবে অসুস্থ। তাই সব সময় উল্টোপাল্টা কথা বলে থাকে। এর দ্বারা তিনি ইতোমধ্যে ছাত্র সমাজের কাছে হাসির পাত্র হিসেবে উপস্থাপিত হয়েছেন। তার কথায় এখন আর কেউ গুরুত্ব দেয় না।

দেশের ধর্মীয় অনুভূতি ও রাজনীতি সম্পর্কে নুরুর বিন্দুমাত্র জ্ঞান নেই মন্তব্য করে লেখক বলেন, অ্যান্টি-আওয়ামী লীগ হিসেবে নিজেকে প্রচার করার জন্য, তিনি এ রকম প্রলাপ ছড়ান। আমি তার মানসিক সুস্থতা কামনা করি।

হেফাজতের তা’ণ্ডব বিএনপির উসকানিতে

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন হেফাজতে ইসলাম সারা দেশের বিভিন্ন স্থানে যে তা’ণ্ডব চালিয়েছে তার পেছনে বিএনপির উসকানি রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের।

তিনি বলেন, ২৬ মার্চ বিএনপির উসকানিতে হেফাজতে ইসলাম যে তা’ণ্ডব চালিয়েছিল, তার ১৮ দিন পরে গত মঙ্গলবার বিএনপি বলছে ২৬ মার্চের ঘটনা পরিকল্পিত।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে বিক্ষোভ ও হরতালের নামে সারা দেশে সহিং’সতা চালায় হেফাজত। চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি নানা স্থাপনা এমনকি থানা ও পুলিশ সুপার কার্যালয় ছাড়াও তা’ণ্ডব চালানো হয় ঢাকা, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ ও হবিগঞ্জসহ আরও কয়েকটি জেলায়।

শেয়ার করুন !
  • 212
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!