শেখ রাসেলের ভাস্কর্য ভাঙার সময় জনতার হাতে আটক বিএনপি নেতা!

0

যশোর প্রতিনিধি:

যশোর শহরের চারখাম্বা মোড়ে নির্মিত বঙ্গবন্ধুপুত্র শেখ রাসেলের ভাস্কর্য ভাঙচুরের সময় জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতাকে আটক করেছে জনতা। তারপর তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ার্দার সাংবাদিকদের জানান, আটক আজিম ফকির বিভিন্ন মাজারে মাজারে ঘুরে বেড়ান। রাত ৩টার দিকে তিনি ঘুরতে ঘুরতে শহরের চারখাম্বা মোড়ে যান।

এ সময় তিনি কয়েকটি ইট নিয়ে শেখ রাসেলের ভাস্কর্য লক্ষ্য করে ছোড়েন। এতে ভাস্কর্যের কাঁচ ভেঙে যায়। ভাস্কর্যের পাশে দায়িত্বরত পুলিশ সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় আজিমকে আটক করেন।

আজিম ফকির জেলা স্বেচ্ছাসেবক দলের সহকারী প্রচার সম্পাদক। তার বাড়ি যশোর সদর উপজেলার আড়পাড়া গ্রামে। তার বাবার নাম জয়নাল ফকির। তিনি প্রিন্টিং প্রেসের ব্যবসার সঙ্গে জড়িত।

ভাস্কর্য ভাঙার চেষ্টার সময় শনিবার ভোরে বিএনপির নেতা আজিম ফকিরকে আটক করার বিষয়ে জেলার সহকারী পুলিশ সুপার তৌহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখে তার বিরু’দ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

তৌহিদুল ইসলাম আরও জানান, আজিমের কথাবার্তা অ-সংলগ্ন। তিনি এর আগে ই’য়াবা মামলায় জেলে গিয়েছেন। এছাড়াও তার নামে কয়েকটি রাজনৈতিক মামলা আছে বলে জানা যায়। ফলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত কারণ উদঘাটনের পর তার বিরু’দ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে জেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। এ ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন তারা। পাশাপাশি প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন জেলার বিভিন্ন স্মারক ও স্থাপনাগুলোতে কড়া পাহারার ব্যবস্থা নেয়ার জন্য।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন যশোর পুলিশের বিভিন্ন কর্মকর্তা, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন ও জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবীর পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবসহ ছাত্রলীগ নেতারা।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!