তরুণীর নগ্ন ছবি ইমোতে প্রকাশ, সিঙ্গাপুরে বাংলাদেশী যুবকের সাজা

0

প্রবাস ডেস্ক:

বিদেশী এক গৃহপরিচারিকার নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার কারণে সিঙ্গাপুরে এক বাংলাদেশী যুবককে ৪ মাসের কারাদণ্ড দিয়েছে আদলত। তার নাম রকিবুল ইসলাম (৩২)। এ খবর দিয়েছে অনলাইন স্ট্রেইটস টাইমস।

খবরে বলা হয়েছে, ওই গৃহপরিচারিকার কাছে অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করেছিল রকিবুল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয় সে। ফলে ওই গৃহপরিচারিকার নগ্ন ছবি ধারণ করে কৌশলে। এরপর তা প্রকাশ করে দেয় অনলাইনে। এ ঘটনায় ভীতি প্রদর্শন ও আপত্তিকর ছবি ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশ করার কারণে তাকে দোষী সাব্যস্ত করেছে সিঙ্গাপুরের ডেপুটি পাবলিক প্রসিকিউটর জাইম পাং।

তিনি আদালতকে বলেন, প্রথমে ফেসবুকে রকিবুল ও ২৮ বছর বয়সী ওই গৃহপরিচারিকার মধ্যে পরিচয় হয় ফেসবুকে। একদিন ওই যুবতী যখন গোসল করছিলেন তখন ফেসবুক ম্যাসেঞ্জারে তাকে ভিডিও কল করে রকিবুল। ওই সময় সে তার মুখমন্ডল ও নগ্ন শরীরের স্ক্রিনশট ধারণ করে। এ জন্য ওই যুবতীর কোনো অনুমোদন নেয়নি সে। স্থায়ী একটি সম্পর্ক গড়ে তোলার জন্য সে ওই যুবতীর এসব ছবি ধারণ করে। কিন্তু বিপত্তি ঘটে গত সেপ্টেম্বরে। ওই সময় রকিবুলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন ওই যুবতী।

৯ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে তাকে ফোন করে রকিবুল। তার সঙ্গে স্থায়ী সম্পর্ক গড়ে না তুললে তার নগ্ন ছবি অনলাইনে পোস্ট করার হুমকি দেয়। অনেকবার ওই যুবতীকে ফোন করে বিরক্ত করে রকিবুল এবং অনেক টেক্সট ম্যাসেজও পাঠায়। বারবার তাকে হুমকি দেয় সে। কিন্তু তাতে কাজ না হওয়ায়, রকিবুল তার মোবাইল ফোন ব্যবহার করে ওই যুবতীর ৭টি নগ্ন ছবি প্রকাশ করে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো’তে।

বিষয়টি জানতে পেরে ৪ অক্টোবর ইশুন নর্থ নেইবারহুড পুলিশ সেন্টারে অভিযোগ দেন ওই যুবতী। ফলে রকিবুলকে আটক করা হয়।

প্রসিকিউটর আদালতে বলেছেন, যদিও ইমো থেকে ওই নগ্ন ছবি সরিয়ে ফেলা হয়েছে তবু অজ্ঞাত লোকজন ওই যুবতীকে সেইসব ছবি পাঠাচ্ছে। তাতে তাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করার অনুরোধও আসছে।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!