রাত পেরোতেই গণমাধ্যমের ওপরে দায় চাপিয়ে আব্বাসের পল্টি!

0

সময় এখন ডেস্ক:

দলীয় নেতা ইলিয়াস আলীর উধাও হয়ে যাওয়া প্রসঙ্গে বিএনপি নেতাদের হাত রয়েছে, এমন মন্তব্য করার পর রাত পেরোতে না পেরোতেই দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পল্টি দিয়ে বলেছেন, পত্র-পত্রিকায় আমার বক্তব্য বিকৃত করে ছাপা হয়েছে। টেলিভিশনে ও প্রিন্ট-মিডিয়ায় বিকৃত করে প্রচার করা হয়েছে।

তিনি বলেন, আমি এরকম কিছু বলি নাই, যে কারণে নিজেকে বিব্রত মনে করবো। এমনকি পার্টি বিব্রত হবে এমন কিছুও বলিনি। এ কারণে দায়ভার আমার এবং আমার দলের নয়।

রোববার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে তিনটার দিকে রাজধানীর শাজাহানপুরে নিজের বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজের ৯ বছর উপলক্ষে শনিবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিতে এই সংবাদ সম্মেলন করেছেন মির্জা আব্বাস।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ড. আসাদুজ্জামান রিপন ও ফজলুল হক মিলন।

ভার্চুয়ালি অনুষ্ঠানে বক্তব্য দিলেও দ্রুত তা সব গণমাধ্যমে প্রচার হওয়াকে ষড়’যন্ত্র দাবি করে তিনি বলেন, আমার সহজ-সরল মনের বক্তব্যের সামনের অংশ, পেছনের অংশ নিয়ে মনের মাধুরি মিশিয়ে কিছু কিছু গণমাধ্যম প্রকাশ করেছে।

আমি যা বলেছি, দলের ভালোর জন্য বলেছি। কিন্তু আমি বুঝি না সরকার এবং কিছু কিছু সাংবাদিক কেন আমাকে টার্গেট করেছে, আমি বুঝতে পারছি না।

মির্জা আব্বাস বলেন, ৯ বছর ধরেই বলছি, পার্টি থেকে বলা হয়েছে, কারা গুম করেছে। আমি বলেছি, সরকার যদি বলে— আচ্ছা, ঠিকাছে তারা গুম করে নাই, তাহলে আমাদের বলুক, কারা গুম করেছে। আমিও সেটাই জানতে চেয়েছি।

শনিবার ইলিয়াস আলীর নিরুদ্দেশের পেছনে বিএনপির দলীয় লোকজন জড়িত আছে- এমন বক্তব্য দিলেও সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি বিশ্বাস করি ইলিয়াস আলী আমাদের মাঝে ছিলেন এবং তিনি ফিরে আসবেন। বিএনপি নেতারা ইলিয়াস আলীকে গুম করেছে আমি স্থায়ী কমিটির সদস্য এমন কথা বলতে পারি?

আমি এমন কোনো কথা বলিনি। কিন্তু লম্বা বক্তব্যের মাঝখান দিয়ে কেটে ছিড়ে, কাটপিস করে যার যেভাবে লেগেছে সেভাবে উপস্থাপন করেছে কিছু সাংবাদিক। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি এবং আমার দল কোনো দায়ভার নেবে না।

মির্জা আব্বাস বলেন, ৯ বছর ধরে কোনো খোঁজ নেই অথচ কালকের বক্তব্যের পরপরই সাংবাদিকদের কেউ কেউ খুব ব্যস্ত হয়ে পড়েছেন ইলিয়াস আলীকে নিয়ে। সকালে ইলিয়াস আলীর বাসায় গিয়ে একদল সাংবাদিক একরকম চার্জ করেছে তাদের। আমি সবাইকে বলছি না, কেউ কেউ করছেন। আপনাদের বলবো দয়া করে সত্য প্রচার করুন।

প্রসঙ্গত, শনিবার দেওয়া ১১ মিনিটের বক্তব্যের একেবারে শেষ দিকে এসে মির্জা আব্বাস দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে বলেন, আমি আজকে বলতে চাই, এখানে সেক্রেটারি জেনারেল আছেন, কথাটা আমি বলতে বলতে ভুলে গেছিলাম।

ইলিয়াস গুমের পেছনে, আমি রিপিট করছি, ইলিয়াস গুমের পেছনে আমার দলের লু’টপাটকারী, বদমাশগুলো আছে, তাদের দয়া করে আইডেন্টিফাই করার ব্যবস্থা করেন, প্লিজ। এদেরকে অনেকেই চেনেন।

সেখানে বিএনপি নেতা আব্বাস আরও বলেন, যারা আজকে ইলিয়াসকে গুম করেছে, আমি জানি, আওয়ামী লীগ সরকার গুম করে নাই। কিন্তু গুমটা করলো কে? এই সরকারের কাছে আমি জানতে চাই। এই সরকারের কাছে আমি এটা জানতে চাই।

মির্জা আব্বাস এ সময় সবার উদ্দেশে মনে করিয়ে দেন, গুম হওয়ার আগের রাতে বিএনপির একজন বড় নেতার সাথে ইলিয়াস আলীর ত’র্ক হয়। এ ঘটনাটি ইলিয়াসের নিরুদ্দেশ হওয়ার পেছনে কারণ হিসেবে দেখিয়েছেন তিনি।

এদিকে মির্জা আব্বাসের এমন মন্তব্যের জেরে দিনভর বিএনপিতে চলছে তোলপাড়। শীর্ষ নেতৃবৃন্দের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে কেউই কথা বলতে রাজি হননি গণমাধ্যমের সাথে।

শেয়ার করুন !
  • 180
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!