হেফাজত ঢাকা মহানগর সভাপতি জুনায়েদ ৭ দিনের রিমান্ডে

0

সময় এখন ডেস্ক:

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সভাপতি জুনায়েদ আল হাবিবসহ ২ জনকে জেরার জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

১৮ এপ্রিল রোববার বেলা ২টা ২০ মিনিটে শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর আদালতের (সিএমএম) হাকিম শাহিনুর রহমান এ আদেশ দেন।

অপর আসামি হলেন হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমাদ।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা তাদের আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক শাহিনুর রহমান এ আদেশ দেন।

এদিন তাদের পক্ষের আইনজীবী তৌফিক শাহরিয়ারসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের হয়ে এ জামিনের বিরোধিতা করে আদালতের পল্টন থানার সংশ্লিষ্ট নিবন্ধন শাখার কর্মকর্তা।

উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেকের ৭ দিন করে রিমান্ডের আদেশ দেয়।

১৭ এপ্রিল বিকেল ৫টার দিকে জুনায়েদ হাবিবকে ভাটারা থানার বারিধারা মাদ্রাসা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ জানায়, সম্প্রতি পল্টন থানায় না’শকতা মামলা এবং ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে না’শকতার মামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে দেখা হচ্ছে জুনায়েদ হাবিবকে। সে কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো সিদ্ধান্তের বিরোধিতা করে হেফাজতে ইসলাম।

এ নিয়ে ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত রাজধানীর বায়তুল মোকাররম এলাকাসহ চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করতে গেলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘ’র্ষ হয়। সরকারি বিভিন্ন স্থাপনায় হাম’লা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এসব ঘটনায় দায়ের করা মামলায় এরই মধ্যে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মামুনুল হকসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!