এবার নুরুর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

0

সময় এখন ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের নেতা কর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘা’ত করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর বিরু’দ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল ইসলাম সজীব বাদি হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন বলে রোববার ওসি মামুন অর রশিদ জানিয়েছেন।

গণমাধ্যমকে তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধে আঘা’ত করে ফেসবুকে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তার বিরু’দ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কয়েকটি ধারায় মামলা করা হয়েছে।

গত বুধবার বিকেলে ফেসবুক লাইভে এসে হেফাজতে ইসলামের নেতাদের সুরে আওয়ামী লীগের বিরুদ্ধে নুরুল হক নুরু বলেন, কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা এই আওয়ামী লীগ করে তারা চাঁদাবাজ, ধান্ধাবাজ, মা’দক ব্যবসায়ী, চিটার বাটপার এই ধরনের মুসলমান। শুক্রবার একদিন নামাজ পড়তে যাবে, আর পাঁচ ওয়াক্ত নামাজের কোন খবর নাই।

হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক নারায়ণগঞ্জের একটি রিসোর্টে বেগানা নারীসহ আপত্তিকর অবস্থায় আটকের ঘটনাটিকে সরকারের চাল বলে দাবি নুরু বলেন, আওয়ামী লীগের উগ্রবাদীরা আলেম ওলামাদের নিয়ে যেভাবে বি’দ্বেষ ছড়াচ্ছে, তাদের চরিত্র হ’রণ করছে, এরা মুসলমান হতে পারে না। এদের কোনো ইমান নাই।

মামলার এজহারে বলা হয়, ওই ফেসবুক ভিডিওটি অজানা সংখ্যক আইডি ও পেইজ থেকে শেয়ার করা হয়েছে, যাতে অসংখ্য সাধারণ ফেসবুক ব্যবহারকারী লাইক ও কমেন্টের মাধ্যমে মতামত প্রকাশ করেছেন, যার মধ্যে অনেক সরকার ও রাষ্ট্রবিরোধী কমেন্ট রয়েছে।

আশরাফুল ইসলাম সজীব বলেন, একজন ধর্মপ্রাণ সচেতন মুসলিম এবং আওয়ামী পরিবারের সদস্য হিসেবে আমি মনে করছি, তার এই বক্তব্য আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘা’ত লেগেছে। তাই আমি তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

এ বিষয়ে জানতে নুরুল হক নুরুকে একাধিকবার ফোন করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

শেয়ার করুন !
  • 408
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!