‘মামুনুলের নির্দেশে বাদীর মোবাইল-টাকা চুরি করা হয়’

0

সময় এখন ডেস্ক:

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হক এবং তার ভাই মুহতামিম মাহফুজুল হকের নির্দেশে জামিয়া রহমানিয়া মাদ্রাসার ৭০-৮০ জন ছাত্র মামলার বাদীর মোবাইল, টাকাসহ কয়েকটি জিনিস চুরি করেন বলে আদালতকে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।

আজ সোমবার মামুনুল হককে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাজেদুল হক রিমান্ড আবেদনে এসব কথা উল্লেখ করেন।

রিমান্ড আবেদনে তিনি বলেন, ২০২০ সালের ৬ মার্চ রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে সাতগম্বুজ মসজিদে আমল করতে গেলে মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসার ছাত্র ওমর ও ওসমান বাদীসহ অন্যদের আমল করতে বাধা দেয়। তারা ধর্মীয় অনুভূতিতে আঘা’ত করে এবং মসজিদ থেকে বের হয়ে যেতে বলে।

এ সময় বাদীর সঙ্গে থাকা কয়েকজন প্রতিবাদ করতে গেলে তাদেরকে সেই মাদ্রাসার ছাত্ররা সবাই মিলে ব্যাপক প্র’হার করে।

তিনি বলেন, বাদী তাদের রক্ষা করতে গেলে আসামি জহির তাকেও প্র’হার করতে থাকে। এরপর আসামি মামুনুল হক ও তার ভাই মাহফুজুল হকের নির্দেশে ৭০-৮০ জন ছাত্র মাদ্রাসা থেকে বের হয়ে বাদীকে প্র’হার করে।

আসামি ওমরের আঘা’তে বাদীর বাঁ চোখ গুরুতরভাবে ইনজুরি হয়। ব্যথায় বাদী মসজিদের মেঝেতে শুয়ে পড়েন। এ সময় বাদীর একটি স্যামসাং এ-৫০ মোবাইল, নগদ ৭ হাজার টাকা এবং ২২ ডলার ও ব্র্যাক বাংকের একটি ক্রেডিট কার্ডসহ বাদীর একটি মানিব্যাগ নিয়ে যায়।

পুনরায় মসজিদে প্রবেশ করলে বাদী ও তার সঙ্গীদের হ’ত্যাকরা হবে বলে হুম’কি দেওয়া হয়। এ সময় তাকে সঙ্গীরা উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে নিয়ে গেলে সেখানেই চিকিৎসা নেন।

এর আগে সোমবার সকাল ১১টার কিছু পর মামুনুল হককে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

গতকাল রবিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

মামুনুলকে গ্রেপ্তারের পর ওই দিন দুপুরে এক ব্রিফিংয়ে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদ জানান, দেশে বিভিন্ন সময় মামুনুল উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় ভাঙচুরসহ না’শকতার ঘটনা ঘটেছে। এ জন্য তার বিরু’দ্ধে আরো মামলা হয়েছে।

শেয়ার করুন !
  • 492
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!