সরকারকে দায়ী করতে তারেকের নির্দেশেই ইলিয়াসকে গুম করে বিএনপি নেতারা!

0

বিশেষ প্রতিবেদন:

বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুম নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। উধাওয়ের ৯ বছর পর মির্জা আব্বাস জানালেন, ইলিয়াস আলীকে আওয়ামী লীগ সরকার গুম করেনি, বিএনপিরই কিছু নেতা তাকে গুম করেছে।

এই গুমের পেছনে কোন কোন নেতা জড়িত মির্জা আব্বাস ভার্চুয়াল বৈঠকে নাম উল্লেখ না করলেও জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত পলাতক চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই ইলিয়াস আলীকে গুম করা হয়।

তারেক ভেবেছিলেন, ইলিয়াস আলীর মত আলোচিত নেতাকে গুম করে সরকারকে দোষারোপ করলে দেশে-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া হবে। এর ফলে সরকারের পতন হবে। কিন্তু তারেকের সেই উদ্দেশ্য ব্যর্থ হয়।

অনেকেই বলছেন, হয়ত বিবেকের দংশনে কিংবা মুখ ফসকে এতদিন পর সেই ঘটনা প্রকাশ করে দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে শনিবার বিকেলে এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, ‘আমি জানি আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি। একজন জলজ্যান্ত তাজা রাজনৈতিক নেতা গুম হয়ে গেল দেশের অভ্যন্তর থেকে। যারা করল, তাদের কি বিচার হতে পারে না?’

মির্জা আব্বাস জানান, দলের ভেতরে লুকিয়ে থাকা এই ব্যক্তিদের অনেকেই চেনেন।

ইলিয়াস আলীর গুম হওয়া প্রসঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ইলিয়াস গুম হওয়ার আগের রাতে দলীয় অফিসে কোনো এক ব্যক্তির সঙ্গে তার কথা কাটাকাটি হয় বড় রকমের। ইলিয়াস খুব গা’লিগা’লাজ করেছিলেন তাকে। সেই যে পেছন থেকে দংশন করা সাপগুলো, আমার দলে এখনো রয়ে গেছে। যদি এদের দল থেকে বিতাড়িত না করেন, তাহলে কোনো পরিস্থিতিতেই দল সামনে এগোতে পারবে না।

একটি সূত্র দাবি করে, সিলেট বিএনপির রাজনীতি দুই ভাগে বিভক্ত। একপক্ষে ছিলেন বিএনপির সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, অন্যদিকে শক্ত অবস্থানে ছিল ইলিয়াস আলীর পক্ষ। তবে চার দলীয় জোট সরকারের ক্ষমতা শেষ হলে সিলেট বিএনপিতে এম সাইফুর রহমানের নিয়ন্ত্রণ কমে যায়। এককভাবে সিলেট বিএনপিকে কব্জায় নেন ইলিয়াস আলী। তার দাপটে মুখ খুলতে পারতেন না সাইফুর অনুসারীরা।

একসময়ের ছাত্রদলের বড় ক্যাডার ইলিয়াস সিলেটের বিএনপি একাই নিয়ন্ত্রণ করা শুরু করলে প্রতিদ্বন্দ্বী সাইফুর অনুসারীরা তার ওপর নাখোশ হন। ইলিয়াস আলী থাকলে সিলেটে বিএনপিতে সাইফুরের অনুসারীদের কোন প্রভাব থাকবে না এই আশ’ঙ্কা থেকে তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। বিষয়টি জানতে পারেন তারেক রহমান।

তবুও তিনি গ্রিন সিগনাল দেন। সিলেটে বিএনপির রাজনীতিতে সাইফুর অনুসারী হিসেবে পরিচিতি এম নুরুল হক, শাহরিয়ার হোসেন চৌধুরী ও বদরুজ্জামান সেলিমরা তৎপর হন। যার পুরস্কারও পায় তারা। ২০১৪ সালে সিলেট নগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে শাহরিয়ার হোসেন চৌধুরীকে আহ্বায়ক ও বদরুজ্জামান সেলিমকে সদস্যসচিব করা হয়। এই কমিটি থেকে বাদ পড়েন ইলিয়াসের অনুসারীরা।

ইলিয়াস আলীর অনুসারী সিলেট বিএনপি নেতা ফরহাদ চৌধুরী বলেন, ইলিয়াস ভাইয়ের গুমের পেছনে দায়ী সাইফুর রহমানের অনুসারী এম নুরুল হক, শাহরিয়ার হোসেন চৌধুরী ও বদরুজ্জামান সেলিম। আমরা ইলিয়াস আলীর গুমের পেছনে দায়ীদের সবার সাজা চাই।

তারেক সে সময় এক বৈঠকে বলেন, ক্ষমতায় আসতে হলে কিছু স্যাক্রিফাইস করতে হয়। পরবর্তীতে ইলিয়াস আলী নিরুদ্দেশের পেছনে সরকারকে দোষারোপ করা হয়।

বিএনপিপন্থী বুদ্ধিজীবী ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ইলিয়াস আলীর মত একজন গুরুত্বপূর্ণ নেতাকে সরিয়ে দেয়ার পেছনে বিএনপি নেতাদের হাত রয়েছে, এটা জেনে হতবাক হয়েছি। একে আমি বোকামি বলব।

এর আগে শেখ হাসিনার ওপর গ্রেনেড হাম’লা করে বিএনপি নিজেদের পতন ডেকে এনেছিল। এখন ইলিয়াস ইস্যুতে বিএনপি আবারও চাপে পড়বে। এতদিন আমরা সরকারকে দোষারোপ করেছি। এখন কীভাবে সরকারকে দোষ দেব?

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!