আলেমদের রিমান্ডে বিধর্মী দিয়ে জেরা করাবেন না: বাবুনগরী

0

সময় এখন ডেস্ক:

হেফাজতে ইসলামের এখন পর্যন্ত ১৭ জন উগ্রবাদী নেতাকে না’শকতার বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছে। আর এ নিয়ে দেশবাসী যখন সরকারকে সাধুবাদ দিচ্ছে, সে সময় আক্ষেপ করেছেন ‘অরাজনৈতিক সংগঠন’ দাবি করা হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী।

‘দেশের প্রধানমন্ত্রী যখন করোনা পরিস্থিতির কারণে নিজ গৃহে থেকে জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন, তখন জু’লুম চলছে মসজিদ, মাদ্রাসা, হিফজখানা ও এসব প্রতিষ্ঠানের হেফাজতকারীদের ওপর’- এমনটাই মন্তব্য করেছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জুনায়েদ বাবুনগরী এসব কথা বলেন। হেফাজত আমিরের প্রেস সচিব ইন’আমুল হাসান ফারুকী এই বিবৃতি পাঠিয়েছেন।

বিবৃতিতে হেফাজত আমির বলেন, বাকী ১১ মাসের তুলনায় রমজান মাসে সকল ধরনের ইবাদত বন্দেগীর ফযিলত অনেক গুণ বেশি। অথচ এই মাসেই বাংলাদেশে জু’লুম, গ্রেপ্তার, নির্যা’তন চালানো হচ্ছে শত শত হেফাজত নেতাকর্মী, আলেম ওলামা, ছাত্র ও তৌহিদী জনতার ওপর। সরকার ইসলাম প্রচারকদের গ্রেপ্তার করে রিমাণ্ডে নিয়ে অ-মানবিক নির্যা’তন করছে।

সরকারের নীতি নির্ধারকদের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে হেফাজত আমীর বলেন, এই রমজান মাসে রিমান্ডে নেওয়া আলেম ওলামাদেরকে বিধর্মী এবং অবিশ্বাসীদের দিয়ে জেরা করাবেন না। তারা এই সকল হযরতের সাথে খুবই নি’ষ্ঠুর ও অপ’মানজনক আচরণ করছে। মহান আল্লাহ্ রাব্বুল আলামীন এসব বরদাশ করবেন না।

গণ প্রতিরোধ ও প্রতিবাদ ছাড়া সহজে আলেম ওলামাদের গ্রেপ্তারের জন্য লকডাউন আরো এক সাপ্তাহ বাড়িয়ে সরকার সমগ্র দেশবাসীকে কষ্ট দিচ্ছে। এই তথ্য প্রকাশ করে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, দেশের নিম্ন আয়ের গরীব মানুষকে আর হয়রানি ও কষ্ট না দিয়ে আমার কাছে তালিকাটা পাঠান,

আমি অভিযুক্তদের সকলকে নিয়ে শান্তিপূর্ণভাবে জেলে চলে যাবো। একজন পুলিশও পাঠাতে হবে না। এর বিনিময়ে আপনারা লকডাউন তুলে নিন।

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, হেফাজতে ইসলামীর আন্দোলন সব সময়ই শান্তিপূর্ণ ছিল এবং ভবিষতেও তাই থাকবে।

শেয়ার করুন !
  • 664
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!