হেফাজতের কর্মকাণ্ডে প্রতিবাদ ও বিচার চেয়ে আরেক নেতার পদত্যাগ

0

সময় এখন ডেস্ক:

‘আমি আনুষ্ঠানিকভাবে হেফাজতে ইসলামের সব কার্যক্রম ও জাতীয় এবং জেলা কমিটির পদসমূহ থেকে পদত্যাগ করছি। যাদের প্ররোচনায় দেশ ও জনগণের জানমালের এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য সরকার ও প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করছি’

গতকাল শুক্রবার (২৩ এপ্রিল) সাংবাদিকদের কাছে পাঠানো লিখিত বক্তব্যে এভাবেই নিজের পদত্যাগের কথা জানান হেফাজতের কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি আব্দুর রহিম কাসেমী।

এর আগে সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আব্দুর রহিম কাসেমীর পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন থাকলেও তা স্থগিত করা হয়।

কাসেমী আরও বলেন, গত ২৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্র’মণ ও ক্ষয়ক্ষতি করা এবং ২৭ ও ২৮ মার্চ হরতাল চলাকালে ভাঙচুর ও অগ্নি সংযোগসহ জানমালের যে ক্ষতি হয়, তাতে আমি এবং আমার মাদ্রাসার কোনো ছাত্র অংশগ্রহণ করেনি।

আমি হেফাজতে ইসলামের চলমান কোনো কার্যক্রমের সঙ্গেও জড়িত নই। তাদের সব ধরনের না’শকতামূলক কার্যক্রমকে শরীয়তসম্মতভাবে অ’বৈধ মনে করি।

মুফতি আব্দুর রহিম ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের যুগ্ম-সাধারণ সম্পাদক পদেও দায়িত্বরত ছিলেন। উভয় পদ থেকে তিনি পদত্যাগ করেছেন বলে জানান।

উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের পরম মিত্র ভারতের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তা’ণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের হাটাহাজারিতে পুলিশ সুপারের কার্যালয়, প্রেসক্লাব, জেলা সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ কার্যালয় ও ডাকবাংলো,

ভূমি অফিস, খাঁটিহাতা হাইওয়ে থানা ভবন, আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন, আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর, পাবলিক লাইব্রেরিসহ ৩৮টি সরকারি-বেসরকারি স্থাপনায় হাম’লা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

শেয়ার করুন !
  • 256
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!