‘শিবির নিয়ে পত্রিকায় কিছু লিখলে খবর আছে’

0

সময় এখন ডেস্ক:

দৈনিক কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপুর হাত-পা কেটে নেওয়ার হুম’কি দিয়েছে আন্তর্জাতিকভাবে সন্ত্রা’সী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত সংগঠন শিবিরের স্থানীয় নেতাকর্মীরা। এ ঘটনার পর পরই সাংবাদিক অপু বিষয়টি কালের কণ্ঠ এবং আইন শৃঙ্খল রক্ষাকারী সংস্থাসহ সংশ্লিষ্ট বিভিন্ন মহলে অবগত করেন।

জানা গেছে, রবিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে স্থানীয় মাঝিকাড়া গ্রামের ১৫/২০ জন শিবিরের স্থানীয় নেতাকর্মী সাংবাদিক অপুর বাসার সামনে এসে তাকে অ-শ্রাব্য ভাষায় গাল দিতে থাকে। এক পর্যায়ে নবীনগরে সাংবাদিকতা করতে হলে শিবিরের প্রসঙ্গে কিছু লেখা যাবে না বলে হুঁশিয়ারি দেয়।

এ সময় শিবিরের স্থানীয় নেতাকর্মীরা জানায়, তাদের নামে যদি পত্রিকায় কিছু লেখা হয় তাহলে অপুর হাত-পা কেটে নেওয়া হবে। অপু সে সময় আদালত সড়কে অবস্থিত তার বাসার দোতলায় রাতের খাবার খাচ্ছিলেন।

শিবিরের স্থানীয় নেতাকর্মীরা বাসার সামনে দাঁড়িয়ে যখন অপুকে হুম’কি দিচ্ছিল, তখন তিনি নবীনগর থানার ওসিকে মুঠোফোনে বিষয়টি জানালে ওসি তাৎক্ষণিকভাবে থানার ওসির (তদন্ত) নেতৃত্বে ৫/৬ জন এসআইকে দ্রুত ঘটনাস্থলে পাঠান। কিন্তু পুলিশ আসার আগেই শিবিরের নেতাকর্মীরা দ্রুত সটকে পড়ে।

এ ঘটনার শুনতে পেয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক অপুর বাসায় ছুটে এসে খোঁজ খবর নেন।

এ বিষয়ে সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু জানান, কিছুদিন আগে নবীনগরের সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে কথার বলার পর শিবিরের নেতাকর্মীরা তার ওপর ক্ষিপ্ত হন। তারা ফেসবুকে অপুকে দেখে নেওয়ার হুম’কি দিয়েও একটি পোস্ট দেয়। ওই পোস্টের পরই রবিবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

আজ সোমবার নবীনগর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক অপু জিডি করেন।

নবীনগর থানার ওসি বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কারা সেখানে গিয়েছিল, সেটি খতিয়ে দেখছে পুলিশ।

নবীনগর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বিষয়টি পুলিশ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে।

নবীনগরের ইউএনও একরামুল ছিদ্দিক বলেন, পুলিশের সঙ্গে কথা বলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!