প্রবাস ডেস্ক:
যুক্তরাজ্যে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম- ফেসবুক ও ইউটিউবে মিথ্যা তথ্য ও গুজব এবং সরকারবিরোধী অপপ্রচার চালাচ্ছেন বিএনপির অঙ্গসংগঠন ওলামা দলের নেতা মাওলানা শামীম আহমেদ।
জানা গেছে, অনলাইন প্লাটফর্মে গুজব ছড়ানোর দায়ে শনিবার রমনা থানায় তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও হয়েছে। মামলার বাদী হয়েছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের এসআই আসিফ ইকবাল।
আসিফ ইকবাল বলেন, শামীম তার নিজ ফেসবুক, জুনায়েদ আহমেদ নামে একটি আইডি ও বিডি এসকে মিডিয়া নামে এক ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন লাইভ সম্প্রচার করেন। সেখানে তিনি হেফাজতে ইসলামের নেতাদের পক্ষ নিয়ে বক্তব্য দেন। যদিও তার বক্তব্যে অসংলগ্নতা স্পষ্ট, পাশাপাশি তার করা দাবির সপক্ষে কোনো প্রমাণও দিতে পারেননি তিনি।
মামলায় বলা হয়, উসকানিমূলক ও মিথ্যা বক্তব্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের মূল্যবোধ ও অনুভূতিতে আঘা’ত করছেন তিনি। পুলিশের নামে মিথ্যা তথ্য দিয়ে দেশের সামগ্রিক আইন শৃঙ্খলার অবনতি, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও বি’শৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছেন শামীম।
জানা গেছে, লন্ডনে তারেক রহমানের বিভিন্ন সভা সমাবেশ শুরু হয় তার কোরআন তিলাওয়াতের মাধ্যমে। এছাড়াও বিএনপির শীর্ষ নেতা হিসেবে সকল সভা সমাবেশ বৈঠকে তিনি নিয়মিত উপস্থিত থাকেন।
উল্লেখ্য, মাওলানা শামীম বরগুনার পাথরঘাটা উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা গ্রামের আবদুল জব্বার মুন্সির ছেলে। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা এলাকার একটি মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাস করেন।
এছাড়াও পিরোজপুরের কু-খ্যাত দেইল্যা রাজাকার ওরফে দেলোয়ার হোসেন সাইদীর একনিষ্ঠ অনুসারী হিসেবে তিনি পরিচিত। রাজনৈতিক জীবনে তিনি জামায়াত শিবিরের পক্ষে কাজ করেছেন দীর্ঘদিন।
তারেক জিয়ার বান্ধবী বিএনপির নতুন গুজব কুইন লন্ডনী হাছিনা আক্তার!
যুক্তরাজ্য প্রবাসী তথাকথিত সাংবাদিক হাছিনা আক্তার। লন্ডনে বসবাসরত এই নারী সাংবাদিকের নামে ফেসবুক ও ইউটিউবে গুজব ও অপপ্রচার চালানোর গুরুতর অভিযোগ উঠেছে।
ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হওয়া ভিডিওতে গুজব ছড়ানোর প্রমাণও মিলেছে। হাছিনা আক্তার ভাইরাল হওয়া ভিডিওতে বলেন, লিস্ট করে ১৮৩ জন আলেমকে ফাঁ’সি দেওয়া হবে। দেশের ২৩ হাজার মাদ্রসা ছাত্রের এক-তৃতীয়াংশকে ক্রস ফা’য়ার দেওয়া হবে- অন্যদের গুম করে ফেলা হবে।
এদিকে গত কয়েকদিনে ভিডিও বার্তার মাধ্যমে এমন গুজব ছড়িয়ে আলোচনায় আসা হাছিনা আক্তারের বিষয়ে অনুসন্ধানে নেমেছে দেশের আইন শৃঙখলা রক্ষাকারী বাহিনী।
যুক্তরাজ্য সূত্র জানা গেছে, লন্ডনে বসবাসরত হাছিনা আক্তার প্রবাসী সাংবাদিক ফোরামের সদস্য। সেখানে বসবাসরত বিএনপির টপ লেভেলের নেতাকর্মীদের সাথে ওঠাবসা হাছিনা আক্তারের। এমনকি লন্ডনে পলাতক বিএনপি নেতা তারেক রহমানের ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে তাকে সবাই এক নামে চেনেন।
তিনি সরকার বিরোধী একটি টক শো পরিচালনা করেন যার নাম Table Talk with Hasina Akther. ব্যক্তিগত জীবনে জাওয়াদ নামের এক সন্তানের জননী এই হাছিনা আক্তার। সাংবাদিকতার নামে নানান অনৈতিক কাজ কারবারের অভিযোগ রয়েছে তার নামে।
তার গুজব ভিডিওগুলো ভাইরাল হওয়ায় বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে তার ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করেছেন বলে জানা গেছে।