কর্ণফুলীর মতো যমুনা নদীর নিচেও টানেল নির্মিত হবে: মান্নান

0

সময় এখন ডেস্ক:

কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ প্রকল্প চলমান আছে, সবাই তা জানেন। এরই মধ্যে এবার যমুনা নদীতেও সরকারের এমন আরেকটি পরিকল্পনার কথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বৃহস্পতিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, যমুনা নদীর তলদেশে টানেল তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। তবে বিষয়ে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না। প্রকল্প ব্যয়ও এখনও নির্ধারিত হয়নি। সেতু নির্মাণ করলে অনেক ক্ষেত্রে নদীর প্রবাহ বিঘ্নিত হয়; সেক্ষেত্রে টানেল করলে নদীর প্রবাহ ঠিক থাকে। এ জন্যই যমুনা নদীর উত্তরে একটি টানেল তৈরি করা হবে।

টানেলটি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে খুব দ্রুত কাজ করা হচ্ছে বলে জানান পরিকল্পনামন্ত্রী। দেশের সার্বিক উন্নয়নে সরকার ১০০ বছরের একটি রোডম্যাপ তৈরির পরিকল্পনাও করেছে বলে জানান মন্ত্রী মান্নান।

এ সময় অন্যান্যে মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের কাজ গত বছরের মাঝামাঝি সময়ে শুরু হয়েছে। এটি নির্মাণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৪ বছর।

একনজরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হওয়ার পর শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ সদস্যের মন্ত্রিসভায় পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পেলেন বিদায়ী সরকারের অর্থ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান। আব্দুল মান্নান ২০০৫ সালে আওয়ামী লীগে যোগ দিলে ৩ বছর পর দলটি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সরকারের সাবেক এই আমলা ১৯৪৬ সালে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। গ্রামের স্কুলে তার প্রাথমিক শিক্ষা শেষ করে সারগোদায় অবস্থিত পাকিস্তান এয়ারফোর্স স্কুল থেকে ও লেভেলে উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রির পর ১৯৭৪ সালে তদানীন্তন সিএসপি ক্যাডারে যোগ দেন এবং জেলা প্রশাসক কিশোরগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রামসহ সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

আব্দুল মান্নান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুগ্মসচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এবং এনজিও ব্যুরোতে মহাপরিচালক হিসেবে কাজ করেছেন। তিনি জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনের ইকোনমিক মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে ২০০৩ সালে সরকারি চাকরি থেকে অবসর নেন নতুন এই পরিকল্পনামন্ত্রী।

নবম জাতীয় সংসদে তিনি পাবলিক অ্যাকাউন্টস সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে ছিলেন তিনি। ২০১০ এবং ২০১৩ সালে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন।

তার স্ত্রী জুলেখা মান্নান ঢাকা উইমেন্স কলেজের শিক্ষিকা ছিলেন। এ দম্পতির চিকিৎসক মেয়ে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন যাপন করছেন। আর ছেলে সাদাত যুক্তরাজ্যের বার্কলেইস ক্যাপিটাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং লন্ডনে বসবাস করছেন।

ডেভেলপমেন্ট লিটারেচার নিয়ে আগ্রহ রয়েছে আব্দুল মান্নানের। এজন্যই গ্রামীণ জনগণের কল্যাণে কাজ করছেন তিনি। দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০১৪ সালের ১২ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হন।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!