আবারও কামাল-এরশাদের সিঙ্গাপুর যাত্রা, চিকিৎসা, না অন্য কিছু?

0

বিশেষ সংবাদদাতা:

সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত অক্টোবরে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা, গণফোরাম প্রতিষ্ঠাতা ড. কামাল এবং জাপা চেয়ারম্যান এরশাদের একসই সময়ে সিঙ্গাপুর যাত্রাকে গণমাধ্যমগুলো ‘রহস্যময়’ বা ‘অজানা’ কারন উদ্ধৃত করে সংবাদ ছেপেছিলো। যদিও স্ব স্ব দল থেকে বলা হয়েছে এটা ‘কাকতালীয়’ এবং তারা চিকিৎসার উদ্দেশ্যেই সেখানে গেছেন।

আবারও দু’জন প্রায় সমসাময়িক সময়ে সিঙ্গাপুর রওনা হচ্ছেন। কাল রবিবার দুপুরে সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা দেওয়ার কথা রয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। এমনটাই এরশাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অপরদিকে শনিবার দিবাগত রাত (রবিবার) সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তার সিঙ্গাপুর যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব।

গণমাধ্যম কর্মীরা এরশাদ এবং ড. কামালের সিঙ্গাপুর রওনা হওয়ার বিষয়টি পরিকল্পিত কি না- জানতে চাইলে জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব জানান, আমাদের নেতা জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সিঙ্গাপুর যাত্রার সাথে এরশাদ সাহেবের কোনো সংযোগ নাই। এটা সম্পূর্ণ কাকতালীয়। ড. কামাল চিকিৎসার কারনে যাচ্ছেন বলে নিশ্চিত করেন রব।

এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে এবং চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন সময়ে পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তার ভাই পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

গত শুক্রবার (১৮ জানুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো হুসেইন মুহাম্মদ এরশাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এরশাদ বলেন, ‘আমি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে পার্টির সর্বস্তরের নেতাকর্মী-সমর্থকদের জানাচ্ছি যে, আমার অবর্তমানে বা চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন পার্টির বর্তমান কো-চেয়্যারম্যান গোলাম মোহাম্মদ কাদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।’

ইতোপূর্বে অনেকবার দেশের বাইরে গেছেন এরশাদ কিন্তু কখনও কাউকে চেয়ারম্যানের দায়িত্বে দিয়ে যাননি। শুধু নির্বাচনের পূর্বে দেশের বাইরে যাওয়ার সময় জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে সাংগঠনিক দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। বেশি কিছুদিন ধরেই অসুস্থ সাবেক এই রাষ্ট্রপতি। হাসপাতালে আসা যাওয়ার মধ্যেই রয়েছেন তিনি। কিছুদিন আগে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন।

তবে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কানাঘুষা শুরু হয়ে গেছে এ নিয়ে। সিঙ্গাপুরে কোনো গোপন বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, রাজনৈতিক কর্মপন্থা নির্ধারণ হতে পারে, দল-বদল, ভাঙন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!