শিক্ষা, আত্মিক ও দেশজ উন্নয়ন বিষয়ে বঙ্গবন্ধুর কিছু অমর বাণী

0

মুক্তমঞ্চ:

সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৯২০-১৯৭৫) বাঙালির জাতির অবিসংবাদিত নেতা। তিনি স্বাধীন, সার্বভৌম সুজলা-সুফলা বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও মহান স্থপতি। নির্ভীক, লড়াকু, ও চিরসংগ্রামী এ মানবিক নেতা নির্যাতিত, নিপীড়িত ও বঞ্চিত বাঙালির জীবনমান উন্নয়নে আমরণ চেষ্টা করেছেন।

দীর্ঘ কারাবাস, ক্ষমতার লোভ, মৃত্যুভয় কোন কিছুই তাঁকে তাঁর লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি। আজ তিনি আমাদের মাঝে শারীরিকভাবে না থাকলেও তাঁর অমর-অক্ষয় কীর্তি দ্বারা সতত বিরাজমান। জাতির যে কোন ক্রান্তিলগ্নে, দুর্যোগে, উন্নয়নে, আন্তর্জাতিক সম্পর্ক গড়ার ক্ষেত্রে তাঁর লেখা, ভাষণ, নির্দেশনা আজও প্রাসঙ্গিক।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যত আলোচনা হয় সেভাবে কী তাঁর দর্শনকে আমরা মানি? আর একাডেমিক্যালি তাকে মানুষ জানেই বা কতটুকু? প্রযুক্তির এ সুবর্ণসময়ে সকলে ব্যস্ত নিজেকে নিয়ে। মানুষ চায় অল্পতে অনেক কিছু।

আলোচ্য প্রবন্ধে বঙ্গবন্ধুর এমন কিছু কথাঞ্জলি এখানে উপস্থাপন করা হয়েছে যা পাঠে ও অনুধাবনে দেশের শিক্ষা-সংস্কৃতি, অর্থনীতি-এমনকি আত্মোন্নয়নের মাধ্যমে দেশজ উন্নয়ন সম্ভব।

১. আমি দক্ষিণপন্থিও নই, বামপন্থিও নই। আমি দেশবাসীর স্বার্থের পক্ষে।
২. ধ্বংস নয় সৃষ্টি, যুদ্ধ নয় শান্তি।
৩. যে মানুষ মরতে রাজি তুমি তাকে মারতে পার না।
৪. সবার প্রতি বন্ধুত্ব, কারো প্রতি বৈরিতা নয়।
৫. আত্মসমালোচনা করুন, আত্মশুদ্ধি করুন। তাহলেই হবেন মানুষ।

৬. ছেলেদের মানুষ করতে হবে। ফেল করানোতে আপনাদের তেমন বাহাদুরি নাই, পাস করালেই বাহাদুরি আছে।
৭. Think for a positive approach, not a negative approach.
৮. I don’t care anybody in the world whether anybody is satisfied or anybody is unhappy or anybody is happy. I feel that they are fighting for their own liberty. I am with them.
৯. দুনিয়ার নিয়মই ভালোবাসা পেতে হলে ভালোবাসতে হয়। এবং সে ভালোবাসা সিনসিয়ারলি হওয়া দরকার। তার মধ্যে যেন কোনো খুঁত না থাকে।
১০. Mobilize the people and to do good to the human being of Bangladesh. This unfortunate people have suffered long-generation after generation.

১১. Let us work together, we are now one party. পার্টি মানে কী জানেন? Every party worker of mine is like my brother, is my son. I created a family when I organized আওয়ামী লীগ।
১২. Political party means a family, যার মধ্যে আছে Ideological Affinity সে জন্য এই পার্টিতে we are one for some particular purposes , wherever we are.
১৩. মানুষকে বললে মানুষ ‘না’ বলে না। বাংলার মানুষ যদি বুঝে যে, এই কাজে তাদের উন্নতি হয়, তবে তারা ঝাঁপিয়ে পড়ে।
১৪. শুধু নিজেরা ঘুষ খাওয়াই করাপশন নয়। করাপ্ট পিপলকে সাহায্য করাও কিন্তু করাপশন। নেপোটিজমও কিন্তু এ টাইপ অব করাপশন।
১৫. করাপশন বন্ধ কর, আল্লাহর দোহাই, করাপশন বন্ধ করার চেষ্টা কর। তোমাদের ইচ্ছে মতো দেওয়া হয়েছে। তোমরা পারবে।

১৬. ক্ষমতার প্রত্যাশী আমি নই। তবে শক্তির প্রত্যাশী আমি বটে। কায়েমি স্বার্থসম্পন্ন অনিচ্ছুক মহলের হাত থেকে দেশবাসীর স্বার্থ ও অধিকার ছিনিয়ে আনতে শক্তি আমার চাই-ই-চাই।
১৭. নজরুলের অগ্নিমন্ত্র এক মরণজয়ী প্রেরণা।
১৮. সোনার বাংলা গড়ে তুলতে আত্মোৎসর্গ করুন।
১৯. সমৃদ্ধির লক্ষ্যে পৌঁছার সংক্ষিপ্ত কোনো সড়ক নেই। ইন্সিত সমৃদ্ধির লক্ষ্যে পৌছাতে হলে সমাজের প্রতি স্তরের মানুষকে কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই।
২০. যে বাংলার মাটিকে আমি এত ভালোবাসি, যে বাংলার মানুষকে আমি এত ভালোবাসি, যত দূরেই যেখানেই আমি থাকি না কেন, একটি মুহূর্তের জন্য তাদের কথা আমি ভুলতে পারি না।

২১. প্রধানমন্ত্রিত্ব, রাষ্ট্রপতিত্ব আমার কাছে কোনো অর্থ রাখে না। আমি আমার মানুষের স্নেহ-ভালোবাসা পেয়েছি। আমি তা-ই নিয়ে মরতে চাই, আর বেশি কিছু চাই না।
২২. আমি পূর্ব বা পশ্চিমের কোনো ব্লকের সাথে সংযুক্ত নই। নিরপেক্ষ স্বাধীন পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী।
২৩. আমি গণতন্ত্রে বিশ্বাসী। আমাকে সমালোচনা করতে আমি তাদের অনুমতি দিয়েছি। সমালোচনার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। কেননা, আমি জনগণকে ভালোবাসি, জনগণও আমাকে ভালোবাসে।
২৪. আমি সৎ সমালোচনাকে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই জানেন, আমি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার আদর্শে বিশ্বাসী।
২৫. জাতীয়তাবাদ উগ্রতা কিংবা সংকীর্ণতায় পর্যবসিত হলে হিটলারের জার্মানি, মুসোলিনির ইতালি, ডক্টর ভেরউডের দক্ষিণ আফ্রিকা, পাঞ্জাবি খানদের পাকিস্তান বা ইসরায়েলের ইহুদিবাদের মতো অতি জঘন্যরূপ ধারন করতে পারে। সে জাতীয়তাবাদ দক্ষিণপন্থি ও প্রতিক্রিয়াশীল জাতীয়বাদ। কিন্তু আমার জাতীয়তাবাদ বামপন্থি ও প্রগতিশীল জাতীয়তাবাদ।

২৬. আমার যদি কোনো ভুল হয় বা অন্যায় করে ফেলি, তা স্বীকার করতে আমার কোনোদিন কষ্ট হয় নাই। ভুল হলে সংশোধন করে নেব, ভুল তো মানুষের হয়েই থাকে।
২৭. যে ছেলেমেয়েরা তাদের বাবা-মায়ের স্নেহ থেকে বঞ্চিত তাদের মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। আর যারা বাবা মায়ের স্নেহ আর আশীর্বাদ পায় তাদের মতো সৌভাগ্যবান কয়জন।
২৮. দেশ সেবায় নেমেছি, দয়া-মায়া করে লাভ কী? দেশকে ও দেশের মানুষকে ভালোবাসলে ত্যাগ তো করতেই হবে এবং সে ত্যাগ চরম ত্যাগও হতে পারে।
২৯. যে দেশের বিচার ও ইনসাফ মিথ্যার উপর নির্ভরশীল সে দেশের মানুষ সত্যিকারের ইনসাফ পেতে পারে কি না সন্দেহ।
৩০. আমি মানুষকে মানুষ হিসেবেই দেখি। রাজনীতিতে আমার কাছে মুসলমান, হিন্দু ও খ্রিস্টান বলে কিছু নাই। সকলেই মানুষ।

৩১. যুগ যুগ ধরে পুঁজিপতিরা তাদের শ্রেণিস্বার্থে এবং রাজনৈতিক কারণে গরিব শ্রমিকদের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা, মারামারি সৃষ্টি করে চলেছে।
৩২. একজন মানুষ হিসেবে সমগ্র মানবজাতি নিয়েই আমি ভাবি। একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্পৃক্তির উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তোলে।
৩৩. গ্রাম থেকে প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। উপরের তলার প্রতিষ্ঠান করলে চলবে না। জমিদারদের পকেট থেকে প্রতিষ্ঠান বের করতে হবে।
৩৪. শহীদ সোহরাওয়ার্দি সাহেব ছিলেন উদার, নীচতা ছিল না, দল-মত দেখতেন না, কোটারি করতে জানতেন না, গ্রুপ করারও চেষ্টা করতেন না। উপযুক্ত হলেই তাকে পছন্দ করতেন এবং বিশ্বাস করতেন। কারণ তার আত্মবিশ্বাস ছিল অসীম। তার সাধুতা, নীতি, কর্মশক্তি ও দক্ষতা দিয়ে মানুষের মন জয় করতে চাইতেন।
৩৫. উদারতা দরকার কিন্তু নীচ অন্তঃকরণের ব্যক্তিদের সাথে উদারতা দেখালে ভবিষ্যতে ভালোর থেকে মন্দই বেশি হয়, দেশের ও জনগণের ক্ষতি হয়।

৩৬. আমাদের বাঙালিদের মধ্য দুই দিক আছে। একটা হলো আমরা মুসলমান, আর একটা হলো আমরা বাঙালি। পরশ্রীকাতরতা এবং বিশ্বাসঘাতকতা আমাদের রক্তের মধ্যেই রয়েছে।
৩৭. সুজলা, সুফলা বাংলাদেশ সম্পদে ভর্তি। এমন উর্বর জমি দুনিয়াতে খুব অল্প দেশেই আছে। তবুও এরা গরিব। কারণ যুগ যুগ ধরে এরা শোষিত হয়েছে নিজের দোষে। নিজেকে এরা চেনে না। যারা যতদিন চিনবে না এবং বুঝবে না, ততদিন এদের মুক্তি আসবে না।
৩৮. এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।
৩৯. প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাক। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিবো এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো, ইনশাল্লাহ।
৪০. যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজনও যদি হয় সে, তার ন্যায্য কথা আমরা মেনে নেব।

৪১. আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। আমরা এদেশের মানুষের অধিকার চাই।
৪২. ওরা আমাকে হত্যা করতে পারে, তোমরা হয়তো আর দেখতে পাবে না। কিন্তু আমার মানুষ মুক্তি পাবে এবং আমার আত্মা তা দেখে শান্তি পাবে।
৪৩. রক্তের পরিবর্তে রক্তই দিতে হয়। এ কথা ভুললে ভুল হবে। মতের বা পথের মিল না হতে পারে, তার জন্য ষড়যন্ত্র করে বিরুদ্ধ দলের বা মতের লোককে হত্যা করতে হবে-এ বড় ভয়াবহ রাস্তা। এ পাপের ফল অনেককেই ভোগ করতে হয়েছে।
৪৪. মানুষ যখন অমানুষ হয় তখন হিংস্র জন্তুর চেয়েও হিংস্র হয়ে থাকে।

বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে যদি আমরা এসব কথার মর্মার্থ বুঝে কাজে লাগাতে পারি তাহলে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা বাস্তবায়ন সহজ হবে। ব্যক্তিজীবনে প্রয়োগ করলে জীবন দর্শন বদলে যাবে, সমাজে পড়বে এর ইতিবাচক প্রভাব।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কাঙ্খিত সোনার বাংলা গড়ার বীজ তাঁর অমর বাণীর মধ্যেই নিহিত।

ড. ডি.এম.ফিরোজ শাহ্
সহযোগী অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!