আনন্দমোহন কলেজে মেয়েদের বাথরুম থেকে বোরকা পরা যুবক আটক!

0

ময়মনসিংহ সংবাদদাতা:

ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজের মেয়েদের বাথরুম থেকে বোরকা পরা এক যুবককে আটক করা হয়েছে। যুবকের দাবি, তার স্ত্রী ওই কলেজে পড়েন। তার সাথে অপর কোনো যুবকের প্রণয় আছে কি না- সেটা জানতে নজরদারি করতে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন।

আজ ২১ জানুয়ারি, সোমবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। ক্ষিপ্ত শিক্ষার্থীরা তাকে জুতাপেটা করার জন্য উদ্যত হলে কলেজের অধ্যক্ষের হস্তক্ষেপে কোনো অনাকাঙ্খিত ঘটনায় মোড় নেয়নি বিষয়টি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃত ওই যুবকের নাম মাহমুদুল হাসান। তার বাড়ি শেরপুর জেলার সদর থানায় বলে জানিয়েছেন। পরে অধ্যক্ষের হস্তক্ষেপে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শিক্ষার্থী এবং প্রত্যক্ষদর্শীরা সময় এখন ডটকমের প্রতিবেদককে জানান, আজ সোমবার সকাল ১১টার দিকে বোরকা পরা একজনকে ক্যাম্পাসে দেখা যায়। অন্য মেয়েদের আশেপাশে হাঁটলেও নিরবে এদিক ওদিক যাওয়া আসা করছিল সে। তার হাঁটাচলা এবং এদিক ওদিক ঘন ঘন অবস্থান বদলের বিষয়টি নজরে পড়ে কয়েকজন শিক্ষার্থীর। তার হাঁটায় নারীসুলভ ভঙ্গি না থাকায় কলেজের মেয়ে শিক্ষার্থীরাই প্রথম তাকে সন্দেহ করেন।

এক পর্যায়ে কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে মেয়েদের বাথরুমে ঢুকে পড়ে সেই বোরকাপরা যুবক মাহমুদুল। কয়েকজন যুবক তাকে মেয়েদের বাথরুমের দিকে যেতে দেখে সন্দেহবশতঃ আশেপাশে অবস্থান নেয়। কিন্তু বেশ কিছুক্ষণ পরেও তাকে বের হতে না দেখে তারা অপর কয়েকজন মেয়ে সহপাঠির মাধ্যমে সেখানে গিয়ে তাকে পাকড়াও করে। তারপর তার মুখ দেখতে চাওয়ায় সে প্রথমে জোরাজুরি করলে এক পর্যায়ে তার হিজাব টেনে খুলে ফেলা হয় এবং দেখা যায় দাড়িযুক্ত এক যুবক!

তারপর অধ্যক্ষ নারায়ণ চন্দ্র ভৌমিককে খবর দিলে তিনি এসে কলেজের কর্মচারীদের মাধ্যমে তার দেহ তল্লাশি নেন সবার সামনেই। তার কাছে ২টি মোটর সাইকেলের চাবি, ২টি মোবাইল ফোন এবং একটি বড় আকারের ওষুধের বোতল পাওয়া যায়।

এ সময় মাহমুদুল দাবি করেন, স্ত্রীর ওপর নজরদারি করতে ছদ্মবেশ ধরেছিলেন তিনি। এদিকে কলেজ থেকে তার স্ত্রীকেও আটক করা হয়।

চাঞ্চল্যকর ঘটনাটির পর কলেজের শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে তাকে প্রহার করতে চাইলে কলেজের অধ্যক্ষ নারায়ণ চন্দ্র ভৌমিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবাইকে শান্ত থাকার নির্দেশ দেন। এরপর পুলিশের হাতে মাহমুদুলকে ‍সোপর্দ করেন। কলেজে ছদ্মবেশে প্রবেশের প্রকৃত কারণ পুলিশ খতিয়ে দেখবে বলে জানিয়েছে।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!