‘ভুঁইফোঁড় সংগঠন ওলামা লীগের কার্যক্রম অবৈধ, আ’লীগের সঙ্গে সম্পর্ক নেই’

0

সময় এখন ডেস্ক:

বিভিন্ন সময় দেশবিরোধী, সমাজ ও বাঙালি সংস্কৃতির বিরুদ্ধাচারণকারী ভুঁইফোঁড় সংগঠন ওলামা লীগের ব্যানারে চালানো নানাবিধ কার্যক্রমকে অনৈতিক ও বেআইনি বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এক অফিসিয়াল বিবৃতির মাধ্যমে।

সোমবার (২১ জানুয়ারি) দলটির দফতর সম্পাদক ড. মো. আবদুস সোবহান মিয়ার (গোলাপ) সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী ওলামা লীগের কোনো সম্পর্ক নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে আওয়ামী ওলামা লীগের ব্যানারে বিপিএল ক্রিকেট নিষিদ্ধের দাবি জানানোর সংবাদ প্রকাশিত হয়েছে। আওয়ামী ওলামা লীগ নাম ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড অনৈতিক ও বেআইনি। আওয়ামী ওলামা লীগ নামে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সহযোগী সংগঠন অথবা এই নামে কোনো পর্যায়ে কোনো ধরনের কমিটি নেই এবং প্রকাশিত সংবাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো ধরনের সম্পর্ক নেই।

সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অনৈতিক ও বেআইনি কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের নীতিবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধন কর্মসূচি থেকে বিপিএল নিষিদ্ধের দাবি করে ওলামা লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ শরিয়তপুরী বলেন, এই ক্রিকেট টুর্নামেন্ট জুয়া খেলার প্রসার ঘটাচ্ছে। বিপিএলের নামে দেশকে জুয়াড়িদের আস্তানায় পরিণত করা হচ্ছে। প্রতিটি ব্যাটে বলে এখন জুয়ার বাজি ধরা হচ্ছে। বড় বড় জুয়াড়িদের পাশাপাশি চায়ের দোকানের সাধারণ লোকজনও এখন বিপিএল, আইপিএল তথা ক্রিকেট জুয়ায় মত্ত হয়েছে, যা সম্পূর্ণ সংবিধানবিরোধী। বঙ্গবন্ধু দেশের সংবিধানে মদ ও জুয়া নিষিদ্ধ করেছেন। সেই জুয়াড়ি তৈরির আসর বিপিএল, আইপিএলের মতো খেলাধুলা বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।

নারী ফুটবল নিয়ে বাফুফের বিরুদ্ধেও ওলামা লীগের সাধারণ সম্পাদক বলেন, নারী ফুটবলারদের বিয়ে নিষিদ্ধ করে লিভ টুগেদারসহ অনৈতিকতাকে উৎসাহিত করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ষড়যন্ত্রকারী হোতাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

বাল্যবিয়ের পক্ষে যুক্তি দেখিয়ে আবুল হাসান বলেন, এটা নিষিদ্ধের কারণে দেশে গর্ভপাত বেড়ে গেছে। ১৮ বছরের নিচের ছেলে-মেয়েদের বিবাহ বহির্ভূত সম্পর্কের ফলে আশঙ্কাজনকহারে বেড়েই চলে অবৈধ গর্ভপাত, ভ্রুণহত্যা ও কুমারী মাতার পরিমাণ।

তথ্যসূত্র: সারাবাংলা

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!