থানায় ৪ ঘন্টা কী করলেন পরীমনি?

0

বিনোদন ডেস্ক:

হঠাৎ করেই সাভার থানায় হাজির চিত্রনায়িকা পরীমনি। নিজের ব্যক্তিগত গাড়িতে সাভার মডেল থানায় প্রবেশ করেন। এর পরপরই থানার প্রধান ফটক বন্ধ করে দেয় পুলিশ। সেখানে গণমাধ্যম কর্মীদের প্রবেশ রোধ করা হয়। এরপর দীর্ঘ ৪ ঘন্টা পর গণমাধ্যমের সামনে আসেন পরীমনি। এই ৪ ঘন্টা থানায় কী করলেন পরীমনি?

এমন প্রশ্নের জবাবে জানা যায়, সাভার বোট ক্লাবের ঘটনায় দায়ের করা মামলার অগ্রগতির বিষয়ে জানতে সাভার মডেল থানায় যান চিত্রনায়িকা পরীমনি।

রোববার (২৭ জুন) দুপুর থেকে টানা প্রায় ৪ ঘণ্টা থানার ভেতরে ছিলেন তিনি। পরে দীর্ঘ প্রায় ৪ ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে থানা থেকে বের হয়ে অপেক্ষমান গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা না বলে চলে যেতে চান পরীমনি। পরে অবশ্য সবার তোপের মুখে তিনি কথা বলতে রাজি হন।

থানায় আসা প্রসঙ্গে পরীমনি বলেন, আমি আসলে মামলার অগ্রগতি জানতে এসেছি। আমার আগেই আসার কথা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য আসতে পারিনি এতদিন। যেহেতু লকডাউন হয়ে যাবে, তাই চিন্তা করে আজকেই এলাম।

তিনি আরও বলেন, আমি খুবই আশাবাদী। সবাই আমাকে এতো বেশি সাপোর্ট দিচ্ছেন, এতে আমি খুবই আপ্লুত।

৪ ঘণ্টা থানায় কী জিজ্ঞাসাবাদ করা হলো, এমন প্রশ্নের উত্তরে নায়িকা বলেন, ওখানে (বোট ক্লাবে) যা যা হয়েছিল সেগুলা আমাকে বলতে হয়েছে। তারা তো ওসব শোনেনি। তাদের ঘটনা শোনা উচিত। এজন্যই দেরি হয়েছে।

এদিকে, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, পরীমনি নিজে থেকেই থানায় এসেছেন। আমাদের থানায় নাসির-অমির বিরুদ্ধে মামলার ডেভেলপমেন্ট নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন কী না সেটা তার ব্যক্তিগত বিষয়।

অভিজাত ঢাকা বোট ক্লাবের ঘটনার মধ্যদিয়ে ব্যাপক আলোচনায় আসেন চিত্রনায়িকা পরীমনি। ঘটনার ৪ দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে অভিযোগের বিষয়টি খোলাসা করেন তিনি।

ঘটনার ৪ দিন পর ব্যবসায়ী নাসির মাহমুদের বিরুদ্ধে অভিযোগ তোলেন এই নায়িকা। পরে সাভার থানায় লিখিত একটি অভিযোগ করেন। যা পরদিন- মামলা হিসেবে নথিভুক্ত হয়।

মামলার প্রেক্ষিতে ঢাকা বোট ক্লাবের এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচারাল মেম্বার ও ব্যবসায়ী মাহমুদ কুঞ্জ ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির উদ্দিন মাহমুদ ও আদম ব্যবসায়ী অমিসহ আরও ৩ নারীকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে, অভিনেত্রী পরীমনিকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। পরীমনির নামে মদ্যপ অবস্থায় অসদাচরণ ও ভাঙচুরের অভিযোগও এসেছে একাধিক অভিজাত ক্লাব থেকে।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!