নাটোরে জীবন্ত মানুষকে কবরে ঢুকিয়ে প্রতারণা!

0

নাটোর সংবাদদাতা:

কবর খোঁড়া হয় মৃত মানুষের জন্য, তবে এখানে ঘটনা ভিন্ন। মুখ বেঁধে কবরে শুইয়ে দেওয়া হয়েছে জীবন্ত একজন মানুষকে। দাফনের আনুষ্ঠানিকতা মেনে রীতিমতো মাটিচাপা দেওয়াও হয়েছে। এইবার দেখানো হবে জাদু। দেখাবেন এক জাদুকর। উৎসুক জনতার চোখ তখন কবরের দিকে। হঠাৎ পাল্টে গেল জাদুকরের সুর।

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় জাদু খেলার নামে জীবন্ত মানুষকে কবরের ভেতরে ঢুকিয়ে প্রতারণা করে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে ৩ ব্যক্তির বিরুদ্ধে।

মঙ্গলবার বিকেলে উপজেলার রহিমানপুর গ্রামে এমন অভিযোগে প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- প্রতারক দলের প্রধান রাজশাহী জেলার আড়ানী নূরনগর গ্রামের মৃত শাহ মোসলেম দারোগার ছেলে মনোয়ার হোসেন এবং দুই সহযোগী একই গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে মো. পলাশ ও একই এলাকার ঝিনা গ্রামের মাসুদের ছেলে মো. সেলিম।

বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশের এসআই খাইরুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে রহিমানপুর বাজার থেকে কিছু দূরে গ্রামের ভেতরে জাদু খেলার নামে মনোয়ার ও তার দুই সহযোগী মানুষের প্রতারণা করছিল। সেখানে রাস্তার পাশে নিজেরাই কৃত্রিম কবর বানিয়ে সহযোগী সেলিমকে কবরে ঢুকিয়ে টিন দিয়ে তার ওপরে মাটিচাপা দেয়।

তিনি বলেন, এরপর গ্রামের নারী-পুরুষকে আর্থিক সহযোগিতা করার অনুরোধ করেন। সহযোগিতা না করলে কবরের ভেতরের মানুষটি সত্যি সত্যি মারা যাবে এমন কথা বলে প্রতারণা করেন। সাধারণ মানুষ মনোয়ারের কথায় প্রতারিত হয়ে তাদের অর্থসহ ধান, চাল দিতে থাকে। ঘটনাটি স্থানীয়দের মাধ্যমে গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। সে সময় দ্রুত মাটি খুঁড়ে কবর থেকে সহযোগী সেলিমকে উদ্ধার করা হয়। এরপর তাদের ৩ জনকেই আটক করে থানায় নেয়া হয়।

এদিকে, নাম প্রকাশ না করার শর্তে মনোয়ার হোসেনের গ্রামের একজন জানিয়েছেন, মনোয়ার দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে জাদু দেখিয়ে বেড়ায়।

বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, জীবন্ত মানুষকে কবরে ঢুকিয়ে দীর্ঘ সময় মাটি চাপা দিয়ে রাখায় ওই ব্যক্তির প্রাণ সংশয় ছিল। তা ছাড়াও বিভিন্ন থানায় মনোয়ারের বিরুদ্ধে দুটি ও পলাশের বিরুদ্ধে ৫টি মাদকের মামলা রয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!