সেই ‘পলিথিন তবারক’ গ্রেপ্তার

0

সিলেট প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার কু-খ্যাত মা’ দক কারবারি, একাধিক মামলার আসামি তবারক আলী ওরফে পলিথিন তবারককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রবিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের প্রয়াত আলকাছ আলীর ছেলে।

সূত্র জানায়, ইয়াবার বড় চালানসহ ধরা পড়ার পর বেশ কদিন জেলে ছিলেন তবারক। ছাড়া পেয়েই ফের বাণিজ্যের পুরো নিয়ন্ত্রণ নেন তিনি।

এদিকে, ২০১৭ সালে তার বসতবাড়ির কাছে অজ্ঞাত তরুণীর হাত-পা বাঁধা ডেডবডি উদ্ধার হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় সম্প্রতি তাকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জনৈক আসামি।

আজ রবিবার গোপন সংবাদে পুলিশ জানতে পারে তবারক বাড়িতেই অবস্থান করছেন। তথ্যের ভিত্তিতে থানার ওসি গাজী আতাউর রহমান, ওসি (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

প্রসঙ্গত, হাট ঘুরে একসময়ের পলিথিন বিক্রেতা তবারক আলী হঠাৎই ‘আঙুল ফুলে গলাগাছ’ বনে যান। অভিযোগ ওঠে, বিভিন্ন ধরণের অপরাধে জড়িয়ে তিনি অবৈধ সম্পদের পাহাড় গড়েন। একসময় যার নিজেরই জুটতনা খাবার, এলাকায় সেই তবারকের আর্বিভাব হয় ‘নব্য দানবীর’ হিসেবে।

গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, সুনির্দিষ্ট অপরাধ এবং মামলার আসামি হিসেবে তবারককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মহানন্দায় ধরা পড়লো ২৮ কেজির বাঘাইড় মাছ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আন্তঃসীমান্ত নদী মহানন্দায় ২৮ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। রবিবার দুপুরে এ মাছটি ধরা পড়ে।

জানা গেছে, লকডাউনে সময় কাটাতে শখের বশে স্থানীয় কয়েকজন যুবক জাল দিয়ে মহানন্দায় মাছ ধরতে যান। তেঁতুলিয়া উপজেলার সর্দারপাড়া এলাকার রকি, বিপ্লব, আবু হাসান, আজিজ, সাহাদাতসহ আরও কয়েকজন দল বেঁধে নদীতে মাছ ধরছিলেন।

এক পর্যায়ে জালে বড় মাছ পড়েছে বুঝতে পেরে সকলে মিলে নদীর গভীরে ডুব দিয়ে জালটি তুলে আনেন। নদীর পাড়ে তোলার পর মাছটি দেখতে অনেকেই আসেন। পরে যুবকরা মাছটি বাড়িতে গেলে এলাকার লোকজন বিশাল মাছটি দেখতে ভিড় করে। পরে স্থানীয় পাথর ব্যবসায়ী হাসিনুর রহমান ২০ হাজার টাকায় মাছটি কিনেন।

এর আগেও মহানন্দা নদীতে বাঘাইড়সহ নানা ধরনের বড় মাছ পাওয়া গেছে। বর্ষার সময় ভারতীয় অঞ্চলে নির্মিত স্লুইসগেট খুলে দিলে দুই পাড় প্লাবিত করে প্রবাহিত হয় মহানন্দা। স্লুইসগেট বন্ধ করে দিলে পানি কমে যায়। তখন এসব মাছ জেলেদের জালে ধরা পড়ে।

মহানন্দা নদীটি ভারত থেকে প্রবাহিত হয়ে তেঁতুলিয়ার সীমান্ত দিয়ে আবার ভারতে প্রবেশ করেছে।

জেলা মৎস্য কর্মকর্তা শাহনেওয়াজ সিরাজী জানান, বাঘাইড় বাংলাদেশের অন্যতম মাছ। বিভিন্ন নদীতে এই মাছ দেখা যায়। বিশেষতঃ পঞ্চগড়ের মহানন্দা, করতোয়া, নীলফামারীর তিস্তা, গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে এই মাছের দেখা মেলে। বাঘাইড় দেশি আইড় এর একটি প্রজাতি। এটি খেতে অত্যন্ত সুস্বাদু। বাজারে দামও অনেক বেশি।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!