সময় এখন ডেস্ক:
ছাত্র ভর্তি করানোর সময় অনৈতিক উপায়ে অর্থ আদায়ের প্রমাণ পেয়ে মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরজাহান হামিদাকে বরখাস্ত করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা শিক্ষা প্রতিষ্ঠানটিতে গিয়ে এই অনিয়মের প্রমাণ পাওয়ার পর তারা জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে। তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়।
সোমবার দুদক হটলাইনে (১০৬) ভুক্তভোগী অভিভাবকরা অভিযোগ জানালে অভিযান পরিচালনা করে দুদক।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে কোনো টাকা লাগে না। কিন্তু ওই স্কুলটিতে নেওয়া হচ্ছিল এক থেকে দেড় হাজার টাকা। রাজধানীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাধারণত শ্রমজীবী মানুষের পরিবারের সন্তানরা ভর্তি হয়। আর দিনে এনে দিনে খাওয়া মানুষদের জন্য এই অর্থ এক বড় চাপ তৈরি করে।
দুদকের অভিযানে দেখা যায়, ২০১৯ সালে ভর্তি বাবদ ওই প্রধান শিক্ষক এখন পর্যন্ত ৫ লাখ ৭৭ হাজার টাকা নিয়েছেন। আর এই টাকা আয়-ব্যয়ের কোনো হিসাবও দিতে পারেননি অভিযুক্ত প্রধান শিক্ষক।
দুদক মহাপরিচালক (প্রশাসন) মুনীর চৌধুরী নির্দেশে দুদকের সহকারী পরিচালক নার্গিস সুলতানা ও উপসহকারী পরিচালক সবুজ হাসান এ অভিযান চালায়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, ২০০৩ সালে প্রধান শিক্ষিকার পদে বসার পর নূরজাহান হামিদা কল্যাণ তহবিলসহ নানা নামে টাকা আদায় করে আসছেন।
অভিযান সম্পর্কে দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক মহাপরিচালক (প্রশাসন) মুনীর চৌধুরী বলেন, ‘দুদক শিক্ষা সেক্টরে দুর্নীতির শেকড় উৎপাটনে কঠোর অভিযান চালাবে। তবে এসব দুর্নীতির বিরুদ্ধে অভিভাবক ও শিক্ষার্থীদেরও প্রতিরোধমূলক মানসিকতা থাকতে হবে।’
দুদকের হটলাইন: অভিযোগ করুন সরাসরি (টোল ফ্রি)
দুদকের ৩ ডিজিটের হটলাইন সেবা চালুর ফলে বদলে গেছে অভিযোগ দায়েরের প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় যেখানে যখনই দুর্নীতির ঘটনা ঘটবে, সেখান থেকে তখনই অভিযোগ করা যাবে এমন সুবিধা নিয়ে কমিশনে চালু হয়েছে কল-সেন্টার বা হটলাইন। এই হটলাইনে চাইলেই দুর্নীতির শিকার যে কেউ মোবাইলে বা ফোনে অভিযোগ দিতে পারবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে অভিযোগকারী ওই নম্বরে যে কোনো অপারেটর থেকে সার্ভিস চার্জ ছাড়াই ২৪ ঘণ্টা দুর্নীতিসংশ্লিষ্ট অপরাধের সরাসরি অভিযোগ করতে পারবেন। একইসাথে নিতে পারবেন সংশ্লিষ্ট বিষয়ে আইনি পরামর্শ।
টোল ফ্রি হটলাইন ১০৬-তে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিযোগ জানানো যাবে। এ জন্য কোনো খরচ করতে হবে না কাউকে।
তথ্যদাতার পরিচয় গোপন থাকবে
দুদক থেকে অভিযোগ দায়ের করার বিষয়ে জানানো হয়েছে- এখানে অভিযোগকারী যে কোন মোবাইল ফোন থেকে ১০৬ এ ফোন করে তার অভিযোগ জানাতে পারবেন। একাধিক ব্যক্তি একই সঙ্গে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগকারীর নাম ও পরিচয় গোপন রাখা হবে, অভিযোগকারী চাইলে তার বক্তব্য রেকর্ড করা যাবে।
হটলাইনের সুবিধা সম্পর্কে দুদক থেকে জানানো হয়েছে, জনগণের সঙ্গে দুর্নীতি দমন কমিশনের প্রত্যক্ষ সংযোগ স্থাপন, দ্রুত দুর্নীতির তথ্য, প্রমাণ প্রাপ্তি, দুর্নীতির ঘটনা ঘটার সাথে সাথেই অথবা ঘটার সম্ভাবনা রয়েছে এমন অভিযোগ পেলে তাৎক্ষনিক প্রতিকার বা প্রতিরোধের ব্যবস্থা নেওয়া যাবে। দুর্নীতির ঘটনা ঘটার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে, দুর্নীতির বিরুদ্ধে জনমত সৃষ্টি এবং কমিশনের প্রতি জনআস্থা সৃষ্টি ইত্যাদি।