আফগান ক্রিকেটারের সঙ্গে বিয়ে ভাঙছেন আরশি খান

0

বিনোদন ডেস্ক:

আফগানিস্তানে তালেবানি নৈরাজ‍্য দেখে আতঙ্কিত গোটা বিশ্ব। ২০ বছর পর ক্ষমতায় তালেবানরা। আফগানিদের দুরবস্থা দেখে শিউরে উঠছে বিশ্ববাসী। এরই মধ‍্যে আফগান বংশোদ্ভূত বিতর্কিত অভিনেত্রী আরশি খান এলেন আলোচনায়।

অনেকে তাকে পাকি বংশোদ্ভূত মনে করলেও কিছুদিন আগে তিনি নিজেকে আফগানি বলে দাবি করেছেন। এরপর এখন সেখানে তালেবানদের পুনরুত্থানের পর থেকেই সামজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হচ্ছেন আরশি।

কদিন আগে ভারতীয় এক টেলিভিশনে ক্ষোভের সঙ্গে আরশি বলেন, জন্মসূত্রে আফগানি পাঠান হলেও আমি ভারতীয় নাগরিক এবং মনেপ্রাণে ভারতীয়। আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আমি ভারতীয়। আমার কাছে ভারত সরকারের অনুমোদিত পরিচয় পত্র রয়েছে।

এর আগেও নাগরিকত্ব নিয়ে ট্রল করা হয়েছে তাকে। তার দাবি, তার পরিবার আফগানিস্তানের ইউসুফ জাহির পাঠান গোষ্ঠীর অন্তর্গত। তার বয়স যখন মাত্র ৪ বছর, তখন তার পরিবার ভারতে চলে এসেছিল। তিনি এখন ভারতীয় নাগরিক।

তবে নিজের পরিচয় নিয়ে ট্রল হওয়ার পর আরশি এবার আলোচনায় এলেন নিজের বিয়ে নিয়ে।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে বলা হচ্ছে, তালেবান আতঙ্কে আফগান ক্রিকেটারের সঙ্গে বিয়ে ভাঙছেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আরশি জানান, চলতি বছরের অক্টোবরে আফগানিস্তানের এক ক্রিকেটারের সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়। প্রেম করে নয়, পারিবারিকভাবেই এই বিয়ে ঠিক হয়। পাত্র তার বাবার বন্ধুর ছেলে। দুই পরিবারের সম্পর্কও ভালো। ছোটবেলা থেকে আরশিও চিনতেন পাত্রকে।

কিন্তু বর্তমানে আফগানিস্তানে যে অবস্থা তাতে নাকি বেঁকে বসেছে আরশির পরিবার। তার ভাষ্যে, কোনো পরিবারই তাদের মেয়েকে এই পরিস্থিতিতে ওই দেশে বিয়ে দিতে রাজি হবেন না। তাই তার পরিবারও এই বিয়ে ভেঙে দিতে চান।

বিতর্কের মধ‍্যে থাকতে বরাবর ভালবাসেন আরশি। অশোভন পোশাক পছন্দের জন্য বা অশ্লীল ভাবভঙ্গির জন্য বহুবার ট্রলের শিকার হতে হয়েছে তাকে। একবার স্বল্প পোশাকের বিশেষ বিশেষ স্থানে পাকিস্থানের জাতীয় পতাকার ছবি লাগিয়ে চরম বিতর্কে জড়িয়েছিলেন তিনি।

২০১৭ সালে ‘বিগ বস’-১১ সিজনের প্রতিযোগী ছিলেন আরশি। এরপর ১৪তম সিজনেও অংশ নিয়েছিলেন তিনি।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!