লাইফ স্টাইল ডেস্ক:
প্রিয়জনের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক কতটা ঘনিষ্ঠ, সেটা মুখে বললেই সবটা বোঝা যায় না। এটা একটা অনুভবের বিষয়। তবে বিষয়টি বুঝতে সহজ একটা পদ্ধতি আছে। সম্পর্কের গীভরতা বোঝা যাবে সঙ্গীর সাথে শোয়ার ধরন দেখে। এমনকি দুর্বল সম্পর্ককে সুদৃঢ় করতেও শোয়ার ভঙ্গি বদলে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।
চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক, শোয়ার কোন ভঙ্গি সম্পর্কের গভীরতার বিষয়ে বিশেষজ্ঞরা কী তথ্য দিয়েছেন-
পিছন থেকে জড়িয়ে ধরে শোয়া
শোয়ার এই ধরন যেমন মিষ্টি, তেমনই রোম্যান্টিক। বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানীদের মতে, এই ভঙ্গিতে শোয়া দুটি মানুষ একে অপরের প্রতি খুবই বিশ্বস্ত। সঙ্গীর দিকে পিছন ফিরে অনেকেই শোয়। বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানীদের মতে, এটি দুজন মানুষ নিজেদের সম্পর্কের প্রতি আস্থাবান এবং নিজেদের সম্পর্ককে নিরাপদ বলেই মনে করেন, সম্পর্কের নিরাপত্তা বোঝায়। এই ভঙ্গিটা বুঝিয়ে দেয় সম্পর্ক কতটা গাঢ়।
স্পর্শ রেখে পিছন ফিরে শোয়া
কেউ সঙ্গীর দিকে পিছন ফিরে শুয়ে আছে, অথচ দুই শরীরের মধ্যে স্পর্শ আছে। এই ভঙ্গিতে শোয়াকে বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানীরা সম্পর্কের ক্ষেত্রে স্বস্তি বা তৃপ্তির ইঙ্গিত বলেই ব্যাখ্যা করেছেন। তাদের সম্পর্কের বয়স এক বছর বা তারও কম।
বুকে মাথা রেখে শোয়া
সঙ্গীর বুকে মাথা রেখে শোয়ার মধ্যে রোম্যান্টিকতা আছে ভরপুর। প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। এই ভঙ্গিতে শোয়া সম্পর্কের ক্ষেত্রে আত্মবিশ্বাস এবং আস্থাকেই ইঙ্গিত করে বলে মত বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানীদের। প্রিয়জনের বুকে মাথা পেতে শোয়া মানুষ দুটি একে অপরকে খুব ভাল করে বোঝেন বা জানেন।
বিছানাজুড়ে শোয়া
অনেকেই সম্পূর্ণ বিছানাজুড়ে শুয়ে থাকেন। আর সঙ্গী থাকে একপাশে। এই ভঙ্গিতে শোয়া সম্পর্কের কোনো সমস্যাকে ইঙ্গিত করে বলে মত বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানীদের। তাদের মতে, এভাবে শোয়া মানুষ দুজনের মধ্যে কোনো কারণে ক্রমশ শিথিলতা আসছে বা সম্পর্ক কোনো রকম আপোসের মাধ্যমে টিকে রয়েছে।