আর কোনও রোহিঙ্গা আর বাংলাদেশে ঢুকতে পারবে না: পররাষ্ট্রমন্ত্রী

0

সময় এখন ডেস্ক:

‘যতই শর্ত দিক, সব রোহিঙ্গাকে অবশ্যই ফেরত নিতে হবে মিয়ানমারকে। আর একজন রোহিঙ্গাকেও নেবে না বাংলাদেশ। আজ দুপুরে জাতিসংঘের দূত অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী আবুল কালাম আব্দুল মোমেন এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ভূমিকা ও আচরণে বাংলাদেশ উদ্বিগ্ন। আমরা প্রধানমন্ত্রীর প্রস্তাবের পূর্ণ বাস্তবায়ন চাই। জাতিসংঘ এ বিষয়ে প্রয়োজনমতো সোচ্চার হচ্ছে না বলেও অভিযোগ করেছেন মন্ত্রী। রাখাইন আর্মি ও মিয়ানমার সেনাদের মধ্যে সংঘর্ষ চলছে বলেও তিনি এসময় উল্লেখ করেন।

উল্লেখ্য, মিয়ানমারে বেশ কিছুদিন ধরেই বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে দেশটির সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটছে। বিদ্রোহী দমনের নামে সেনা সদস্যরা সাধারণ নাগরিকদের ওপর নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে আতংকিত হয়ে আবারও সংখ্যালঘু রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করেছে।

শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে সহমর্মিতার পরিচয় দিয়েছেন: জোলি

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত ও হলিউডের বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহমর্মিতার পরিচয় দিয়েছেন।

গতকাল মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে বাংলাদেশের জনগণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে এ কথা বলেন তিনি।

এ সময় হলিউডের বিখ্যাত এই অভিনেত্রী বলেন, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা হচ্ছেন বিশ্বের সবচেয়ে নির্যাতিত মানুষ। মিয়ানমারে তারা অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। তারা অসহায় হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এবার নাগরিকত্বসহ সকল ধরনের অধিকার নিশ্চিত করে মিয়ানমারকে রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে হবে।

অ্যাঞ্জেলিনা জোলি বলেন, বাংলাদেশে এসে রোহিঙ্গারা নিবন্ধিত হওয়ার সুযোগ পেয়েছে, যা তারা নিজের দেশ মিয়ানমারে পায়নি। এ সময় রোহিঙ্গা শরণার্থী শিশুদের শিক্ষার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। এদিন টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় তিনি রোহিঙ্গাদের কষ্টের কথাগুলো শুনেন এবং রোহিঙ্গারাও খুশি হন।

শেয়ার করুন !
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!