ভিআইপিদের কেন ছাড় দেয় ফেসবুক- প্রশ্ন ওভারসাইট বোর্ডের

0

অনলাইন ডেস্ক:

ফেসুবুকের স্বাধীন পর্যালোচনাকারী সংস্থা ওভারসাইট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পোস্ট করা কনটেন্টের পর্যালোচনা কোন প্রক্রিয়ায় সম্পন্ন হয় সে ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে পরিষ্কার করার আহ্বান জানিয়েছে।

ওভারসাইট বোর্ড গতকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) জানায়, এর আগেও ফেসবুকের কাছে ক্রস-চেক প্রক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। তবে ফেসবুক তখন পর্যাপ্ত তথ্য দেয়নি।

ফেসবুকের কনটেন্ট পুনঃপর্যালোচনা প্রক্রিয়াটি প্রতিষ্ঠানটির ভেতরে ‘ক্রস-চেক’ হিসেবে পরিচিত। ফেসবুকের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আসন্ন দিনগুলোর কোনো এক সময় এই ক্রস-চেক প্রক্রিয়া সম্পর্কে ওভারসাইট বোর্ডকে জানানো হবে।

প্রভাবশালী মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের গত সপ্তাহের এক প্রতিবেদনে বলা হয়েছিল, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ফেসবুকের নিয়ম ভাঙলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এতে ক্ষতিকর কনটেন্টের ব্যাপারে ফেসবুকের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে।

ওয়াল স্ট্রিটের জার্নালের প্রতিবেদনে বলা হয়েছিল, ফেসবুকের কিছু অ্যাকাউন্ট ‘সাদা তালিকাভুক্ত’। সাধারণ ব্যবহারকারীদের জন্য ফেসবুকের যে নিয়ম, সেই নিয়ম তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

গত বছর ওভারসাইট বোর্ড গঠন করে ফেসবুক। বোর্ডটির কাজ হলো ফেসবুকের সমস্যাপূর্ণ কনটেন্টের বিষয়ে স্বাধীন পর্যালোচনা শেষে সিদ্ধান্ত জানানো।

চাইলে কোনো ব্যবহারকারী বোর্ডের কাছে আবেদন জানাতে পারেন, আবার বোর্ডও স্বতঃপ্রণোদিত কোনো ব্যাপারে রায় জানাতে পারে।

ফেসবুক ইউটিউব কর্তৃপক্ষের জবাবদিহি চান এসপিরা

পুলিশের সব রেঞ্জ ডিআইজি, এসপি, কমিশনার ও উপ-কমিশনারদের উপস্থিতিতে ২ দিনব্যাপী ক্রাইম কনফারেন্স গতকাল পুলিশ হেডকোয়ার্টার্সে শুরু হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

সভায় দেশব্যাপী কিশোর অপরাধ বৃদ্ধি পাওয়া, প্রযুক্তির অপব্যবহার করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকার ও দেশের বিরুদ্ধে নানামুখী অপতৎপরতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পুলিশ সুপাররা তাদের বক্তব্যে ফেসবুক ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেন।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সভায় সব অতিরিক্ত আইজিপি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এম খুরশীদ হোসেন।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!