স্পোর্টস ডেস্ক:
বিপিএল এর আসর শেষ হতে না হতেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিবে মাশরাফি বাহিনী। এরই মধ্যে নিউজিল্যান্ডে উড়ে গেছেন বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডের ৮ ক্রিকেটার। বিপিএল ফাইনালের পরদিন যাবেন বাকিরা।
১৩ ফেব্রুয়ারি নেপিয়ারের ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০১৯ সালে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট সূচি ও নিউজিল্যান্ড সফর। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে টাইগারদের নিউজিল্যান্ড সফর। এরপর ৩ ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে। এছাড়া দুই ফরম্যাটের ৬টি ম্যাচের ৫টিই শুরু হবে বাংলাদেশের স্থানীয় সময় ভোর ৪টায়।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ওয়ানডে দল:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাঈম হাসান।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের টেস্ট দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, আবু জায়েদ, খালেদ আহমেদ ও নাঈম হাসান।
ওয়ানডে সিরিজ শেষে ৩টি টেস্ট খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত কোনো জয় পায়নি বাংলাদেশ। তবে এবার পেতে আত্মবিশ্বাসী টাইগাররা।
নিউজিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশ:
জিত রাভাল (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, রাচিন রবিন্দ্রা, ফিন এলেন, ডেল ফিলিপস, কাটিন ক্লার্ক, সিন সোলিয়া, ম্যাক্স চু, থিও বেন উইরকম, আইন ম্যাকপিক, অ্যান্ড্রু হাজেলডিন ও জেমি ব্রাউন।
জেনে নিই নিউজিল্যান্ডের বিপক্ষে কবে, কোন সময়ে রয়েছে ওয়ানডে ম্যাচগুলো:
* প্রথম ওয়ানডে: ১৩ ফেব্রুয়ারি – নেপিয়ার, সকাল ৭টা
* দ্বিতীয় ওয়ানডে: ১৬ ফেব্রুয়ারি – ক্রাইস্টচার্চ, ভোর ৪টা
* তৃতীয় ওয়ানডে: ২০ ফেব্রুয়ারি – ডানেডিন, ভোর ৪টা
জেনে নিই নিউজিল্যান্ড বিপক্ষে টেস্ট সিরিজের সূচি:
* প্রথম টেস্ট: ২৮ ফেব্রুয়ারি – ৪ মার্চ – হ্যামিল্টন, ভোর ৪টা
* দ্বিতীয় টেস্ট: ৮ মার্চ – ১২ মার্চ – ওয়েলিংটন, ভোর ৪টা
* তৃতীয় টেস্ট: ১৬ মার্চ – ২০ মার্চ – ক্রাইস্টচার্চ, ভোর ৪টা
1