কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার লালমাই উপজেলা ছাত্রলীগের কমিটি থেকে ৬ষ্ঠ শ্রেণির সেই ছাত্রকে অব্যাহতি দেয়া হয়েছে।
সংবাদ প্রকাশের এক ঘণ্টা পর সংগঠনের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানান কুমিল্লা জেলা ছাত্রলীগ দক্ষিণের সভাপতি আবু তৈয়ব অপি এবং সাধারণ সম্পাদক লোকমান রুবেল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নব নির্বাচিত সদস্য আজমাইন আঞ্জুম নোয়েলকে অব্যাহতি দেয়া হয়েছে। তবে কী কারণে অব্যাহতি দেয়া হলো তা বলা হয়নি।
আজমাইন আঞ্জুম নোয়েল লালমাই উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদ পেলে ফেসবুকে শুরু হয় আলোচনা-সমালোচনা।
উপজেলা প্রতিষ্ঠার ৪ বছর পর মঙ্গলবার কুমিল্লার লালমাই উপজেলা ছাত্রলীগের প্রথম কমিটি গঠন করা হয়।
কমিটিতে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি শাহপরান সওদাগরকে সভাপতি ও বাগমারা উত্তর ইউনিয়নের সহসভাপতি আরিফুল ইসলাম রাব্বিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
৭১ সদস্যের কমিটির সবাইকে শুভেচ্ছা জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল পোস্ট দেন।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী শিপন তার ফেসবুকে লেখেন, ৪র্থ শ্রেণির (বাস্তবে ৬ষ্ঠ শ্রেণি) শিক্ষার্থী কুমিল্লা লালমাই উপজেলা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।
ছাত্রলীগের কমিটিতে ছেলের থাকার বিষয়ে জানতে চাইলে নোয়েলের বাবা মো. ইউনিভার্সাল কামাল বলেন, আমার ছেলের বয়স ১২। সে ৪র্থ শ্রেণিতে নয়, সে কুমিল্লা মহানগরীর একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
আর বঙ্গবন্ধু যেখানে ১০ বছর বয়সে ছাত্রলীগ করেছেন, সেখানে আমার ছেলেকে নিয়ে সমস্যা হবে না। আর যদি সমস্যা হয়, তাহলে আমি বিষয়টার সমাধান করব।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি বলেন, টাইপিং মিসটেকের কারণে তার নাম কমিটিতে এসেছে। আজমাইন আঞ্জুম নোয়েল নামে আমাদের ছাত্রলীগ করে এমন কেউ নেই। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মধুর ক্যান্টিনে পাঠচক্র করবে ছাত্রলীগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে প্রতি সপ্তাহে পাঠচক্র আয়োজন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে এ তথ্য জানানো হয়। তবে সপ্তাহের কোন দিন এ পাঠচক্র হবে তা উল্লেখ করা হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এ বিষয়ে বলেন, আমাদের যেহেতু প্রায় সময় রাজনৈতিক কর্মসূচি এবং শিক্ষার্থীদের নিয়মিত পরীক্ষা থাকে, এ সব বিষয় সমন্বয় করে প্রতি সপ্তাহের যে কোনো একদিন এটি আয়োজন করা হবে।
এর আগে ২৯ সেপ্টেম্বর মধুর ক্যান্টিনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু কর্নার ও শেখ হাসিনা স্টাডি সেন্টার উদ্বোধন করা হয়। শিক্ষার্থীর এ সেন্টার থেকে বই নিয়ে পড়তে পারবেন। ফেরত দেয়ার শর্তে শিক্ষার্থীরা চাইলে বাসায় নিয়েও বই নিতে পারেন। কেউ চাইলে এই সেন্টারে বই দিতেও পারবেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চার জনকে বই দেয়া-নেয়ার বিষয়টি সমন্বয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
দায়িত্বপ্রাপ্তরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আকিব মোহাম্মদ ফুয়াদ, সাহিত্য সম্পাদক এস এম রাকিব সিরাজী, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক এম ইবনুল হাসান ও পাঠাগার সম্পাদক রাজু আহমেদ।