সময় এখন ডেস্ক:
দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ডিজিটাল বাংলাদেশে এখন কেউ দুর্নীতি করতে পারবে না। আজ শুক্রবার দুপুরে আশুলিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। মেধা ও শক্তি দিয়ে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে।
এ সময় শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান ত্রাণমন্ত্রী। আশুলিয়ার চারিগ্রাম এলাকায় চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন- পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান,সাভার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদাত হোসেন খাঁন,আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি শামিমুল আলম শামিম,পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও ইউপি সদস্য শফিউল আলম সোহাগসহ প্রমুখ।
দুদকের হটলাইন: অভিযোগ করুন সরাসরি (টোল ফ্রি)
দুদকের ৩ ডিজিটের হটলাইন সেবা চালুর ফলে বদলে গেছে অভিযোগ দায়েরের প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় যেখানে যখনই দুর্নীতির ঘটনা ঘটবে, সেখান থেকে তখনই অভিযোগ করা যাবে এমন সুবিধা নিয়ে কমিশনে চালু হয়েছে কল-সেন্টার বা হটলাইন। এই হটলাইনে চাইলেই দুর্নীতির শিকার যে কেউ মোবাইলে বা ফোনে অভিযোগ দিতে পারবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে অভিযোগকারী ওই নম্বরে যে কোনো অপারেটর থেকে সার্ভিস চার্জ ছাড়াই ২৪ ঘণ্টা দুর্নীতিসংশ্লিষ্ট অপরাধের সরাসরি অভিযোগ করতে পারবেন। একইসাথে নিতে পারবেন সংশ্লিষ্ট বিষয়ে আইনি পরামর্শ।
টোল ফ্রি হটলাইন ১০৬-তে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিযোগ জানানো যাবে। এ জন্য কোনো খরচ করতে হবে না কাউকে।
তথ্যদাতার পরিচয় গোপন থাকবে
দুদক থেকে অভিযোগ দায়ের করার বিষয়ে জানানো হয়েছে- এখানে অভিযোগকারী যে কোন মোবাইল ফোন থেকে ১০৬ এ ফোন করে তার অভিযোগ জানাতে পারবেন। একাধিক ব্যক্তি একই সঙ্গে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগকারীর নাম ও পরিচয় গোপন রাখা হবে, অভিযোগকারী চাইলে তার বক্তব্য রেকর্ড করা যাবে।
হটলাইনের সুবিধা সম্পর্কে দুদক থেকে জানানো হয়েছে, জনগণের সঙ্গে দুর্নীতি দমন কমিশনের প্রত্যক্ষ সংযোগ স্থাপন, দ্রুত দুর্নীতির তথ্য, প্রমাণ প্রাপ্তি, দুর্নীতির ঘটনা ঘটার সাথে সাথেই অথবা ঘটার সম্ভাবনা রয়েছে এমন অভিযোগ পেলে তাৎক্ষনিক প্রতিকার বা প্রতিরোধের ব্যবস্থা নেওয়া যাবে। দুর্নীতির ঘটনা ঘটার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে, দুর্নীতির বিরুদ্ধে জনমত সৃষ্টি এবং কমিশনের প্রতি জনআস্থা সৃষ্টি ইত্যাদি।
1