সাঈদ খোকনের উসকানিমূলক বক্তব্য, বহিষ্কারের দাবি সোশ্যাল মিডিয়ায়

0

সময় এখন ডেস্ক:

রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে বাদ দেওয়ার বক্তব্য দেওয়ায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বক্তব্যের তীব্র বিরোধিতা করে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা সাঈদ খোকন।

তিনি বলেন, এই যে কয়েকদিন আগে এক প্রতিমন্ত্রী মহোদয়কে বলতে শুনলাম, আমি রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দিয়ে দেব। সংসদে তুলব। উনি কী বললেন? উনি কিন্তু মুসলমান। নামও মুসলমান, আমরা জানিও মুসলমান।

মুরাদকে চ্যালেঞ্জ করে সাঈদ খোকন আরও বলেন, ইসলাম থেকে নিজেকে খারিজ করে দেখেন দুই দিন মন্ত্রী থাকতে পারেন কি না বাংলাদেশে, দেখেন এমপি থাকতে পারেন কি না? বড় বড় কথা বলেন।

তার এমন ঔদ্ধত্যপূর্ণ এবং উসকানিমূলক বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে পড়লে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দেশজুড়ে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলা ও সহিংসতার ঘটনাগুলোকে আরও উসকে দেয়ার জন্য এমন বক্তব্যই দায়ী বলে মন্তব্য করেন অনেকেই।

যেখানে ধর্মীয় সম্প্রীতির কথা বলে আওয়ামী লীগ, জাতির পিতা প্রণীত ৭২ এর সংবিধানে ফিরে গিয়ে একটি আদর্শ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গড়ার কথা বলে, সেখানে সেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একজন সদস্য হয়ে কীভাবে সাঈদ খোকন ধর্মীয় বিষবাষ্প ছড়াতে পারেন- এতে বিস্ময় প্রকাশ করেন নেতাকর্মীরাও। সেই সাথে তাকে বহিষ্কারের দাবিও করেছেন অনেকেই।

তথ্যপ্রতিমন্ত্রী হাসান মুরাদের উদ্দেশে আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাঈদ খোকন তার বক্তব্যে বলেন, আরে ভাই আপনি ইসলামকে রাষ্ট্রধর্ম থেকে বাদ দিয়ে দেবেন? আপনি কি দলীয় ফোরামে আলোচনা করেছেন? দলীয় একটা ফোরাম আছে না? আপনি দলীয় ফোরামে এ বিষয়ে আলোচনা করেছেন?

আপনি একজন প্রতিমন্ত্রী। আপনি মন্ত্রিসভার বৈঠকে এটা নিয়ে আলোচনা করেছেন? আপনি একজন সংসদ সদস্য। আপনি স্থায়ী কমিটিতে আলোচনা করেছেন? কোনো ফোরামেই করেননি। কিন্তু বলে দিলেন- আমি রাষ্ট্রধর্ম ইসলাম মানি না, এটা বাদ!

তিনি বলেন, সরকারের অনুমতি নেননি, দলের অনুমতি নেননি, প্রধানমন্ত্রীর অনুমতি নেননি। ফট করে একটা কথা বলে দিলেন। এ দায়িত্ব কি দল নেবে? এ দায়িত্ব কি সরকার নেবে? ফট করে একটা কথা বলেন যা ইচ্ছা তাই!

মুরাদ হাসানের উদ্দেশে সাঈদ খোকন বলেন, এটা কি মুসলমানের কাজ হলো? কোনো মুসলমান এটা করতে পারে?

ঢাকার প্রথম মেয়র মোহাম্মদ হানিফের পুত্র সাঈদ খোকন বলেন, আরে ভাই, রাষ্ট্র তো দূরের কথা। রাষ্ট্র তো অনেক বড় ব্যাপার। ১৭ কোটি মুসলমানের দেশ। ৯৫ শতাংশ মুসলমান। রাষ্ট্র তো অনেক দূরের ব্যাপার। সাহস থাকলে বলেন না-আমি ইসলামের থেকে নিজেকে খারিজ করে দিলাম। কলিজার পাটা যদি থাকে তাহলে বলেন।

বলেন, আমি ইসলাম মানি না। বলে খারিজ হয়ে যান। আপনাকে কে আটকাবে? আমরা আটকাবো? আপনি খারিজ করে দেন, যান। নিজেকে মুসলমান দাবি করেন আবার ইসলামের বিরুদ্ধে কথা বলবেন। মানুষ চিৎকার করলে বলবেন মানুষ চেঁচামেচি করে। এটা কী রকম কথা?

তিনি বলেন, এদেরকে আমি বলি- নামে মুসলমান। অনেকেই আছে নামে মুসলাম। কিন্তু আসলে ইসলামের বিরুদ্ধে কাজ করে। আরে তোমার ইসলাম ভালো না লাগলে ছেড়ে চলে যাও। কেউ তোমারে রাইখা দেবো না বাইন্ধা।

এদেশে কোটি কোটি মুসলমান আছে। তুমি দুই চার জন (ইসলাম থেকে) চলে গেলে কী আসবে আর যাবে? কিন্তু দাবি করবা মুসলমান আর ইসলামের বিরুদ্ধে কথা বলবা এইটা আমরা মানব না।

উল্লেখ্য, পুরান ঢাকার ইসলামপ্রিয় নেতা সাঈদ খোকনের বিরুদ্ধে দুর্নীতি এবং আর্থিক অনিয়মের কারণে মামলা চলমান আছে।

শতকোটি টাকার ঘুষ কেলেঙ্কারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হওয়ার পর তিনি দেশব্যাপী সমালোচিত হন। ৩টি মার্কেটে অবৈধ দোকান নির্মাণের সুযোগ, বিদেশ ভ্রমণসহ নানা অজুহাতে ঠিকাদারের কাছ থেকে তিনি বিপুল অর্থ ঘুষ নেন।

১০০ কোটির মধ্যে কমপক্ষে ৩৫ কোটি টাকা নিয়েছেন ব্যাংকিং চ্যানেলে। নিজের স্ত্রী, বোন এবং মা-সহ পরিবারের ঘনিষ্ঠ লোকদের ব্যাংক হিসাব এবং বিশ্বস্ত কর্মকর্তার মাধ্যমে এ টাকা লেনদেন হয়েছে। কোন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে টাকা যাবে তাও তিনি নিজেই নির্ধারণ করে দিয়েছেন।

তিনি মেয়র থাকা অবস্থায় অবৈধ লেনদেনের মধ্যস্থতা করেন একজন বিশ্বস্ত কর্মকর্তা। এভাবে কোটি কোটি টাকার চেক পে-অর্ডারে রূপান্তরের মাধ্যমে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব নম্বরে স্থানান্তর করা হয়েছে। তবে টাকা দিয়েও কাঙ্ক্ষিত সুবিধা না পেয়ে সাঈদ খোকনের বিরুদ্ধে আদালতে মামলা করে দেন ব্যবসায়ীরা।

বক্তব্যের ভিডিও:

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!