কর্মখালি || বাংলাদেশ মেরিন একাডেমিতে লোক নেয়া হচ্ছে

0

সময় এখন ডেস্ক:

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মেরিন একাডেমি। ৮টি পদে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম ক্যাশিয়ার, মোটর ড্রাইভার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, হিট ট্রিটমেন্ট ওয়েন্ডার/ স্মিথ, স্টুয়ার্ড, লস্কর, বোট ক্রু ও গ্রাউন্ডসম্যান।

পদসংখ্যা সর্বমোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতক পাসসহ উচ্চ মাধ্যমিক/ মাধ্যমিক/ অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু কিছু পদে আবেদনের জন্য প্রার্থীর ১-২ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। সব পদে আবেদনের জন্য ২০ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেতে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

বেতন স্কেল জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীদের সদ্যতোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ শিক্ষাজীবনের সব কাগজপত্র নিম্নোক্ত ঠিকানায় ডাকযোগে/ কুরিয়ার অথবা সরাসরি গিয়ে জমা দেওয়া যাবে। আবেদনপত্রের নমুনা পাওয়া যাবে বাংলাদেশ মেরিন একাডেমি অফিসের ওয়েবসাইট (www.macademy.gov.bd) ঠিকানায়।

ঠিকানা: কমান্ড্যান্ট, বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম।

আবেদনের সময়সীমা আবেদন পাঠানো যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ পর্যন্ত।

সূত্র: ৭ ফেব্রুয়ারি, ২০১৯, বাংলাদেশ প্রতিদিন।

বাংলাদেশ মেরিন একাডেমি

এটি বাংলাদেশের একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বাণিজ্যিক জাহাজের ক্যাডেট, ডেক অফিসার এবং মেরিন ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এটি চট্টগ্রাম শহরের ২০ কিলোমিটার দক্ষিণে জলদিয়া এলাকায় কর্ণফুলী নদী এবং বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত। বাংলাদেশ মেরিন একাডেমি প্রাঙ্গনে স্থাপন করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়। এই মেরিটাইম বিশ্ববিদ্যালয় থেকে দেশি-বিদেশি নাবিকরা উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারবেন।

ইতিহাস

মেরিন একাডেমি প্রতিষ্ঠিত হয় ১৯৬২ সালে। তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্থানে এটিই ছিলো একমাত্র নৌ শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকে এর পরিচালনার দায়িত্বে ছিল পাকিস্থান নৌ-বাহিনী। স্বাধীনতা লাভের পর মেরিন একাডেমির পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে বাংলাদেশ সরকার। বর্তমানে এটি নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত। প্রারম্ভিকভাবে প্রতি বছর ৪০ জন ক্যাডেট নিয়ে এর অগ্রযাত্রা শুরু হয়েছিল (২০ জন নৌ-বিদ্যা এবং ২০ জন নৌ-প্রকৌশল বিদ্যায়) বর্তমানে প্রতিবছর ২০০ ক্যাডেট একাডেমিতে ভর্তি হয়। প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত একাডেমি হতে প্রায় ৪ হাজার নৌবিদ্যা এবং নৌ-প্রকৌশল শাখার ক্যাডেট তাদের প্রশিক্ষণ গ্রহণ করে বাণিজ্যিক জাহাজে মাস্টার মেরিনার এবং নৌ-প্রকৌশল পেশায় নিয়োজিত রয়েছেন।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!