এখন থেকে ৩ দিন আগেই জানা যাবে বন্যার পূর্বাভাস

0

সময় এখন ডেস্ক:

এখন থেকে স্মার্টফোনের মাধ্যমে ৩ দিন আগেই জানা যাবে বন্যা পূর্বাভাসের সকল তথ্য। ফলে রক্ষা পাবে নদী তীরবর্তী এলাকা ও উপকূলীয় অঞ্চল। আর যাদের স্মার্টফোন নেই তাদের কাছে পৌঁছে যাবে বন্যা পূর্বাভাসের এসএমএস।

সোমবার (২৫ অক্টোবর) বিকেলে ডিজিটাল পদ্ধতিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য জানায় পানি সম্পদ মন্ত্রণালয়।

বাংলাদেশের নদীতীরবর্তী ও উপকূলীয় অঞ্চলে প্রতিবছরই কমবেশি বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আর এসব ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে পূর্ব সতর্কতা বা পূর্বাভাস। বন্যা পুর্বাভাস না পাওয়ায় প্রতিবছর ব্যাপক ক্ষতি হয়।

এখন থেকে বানের পানি আসার কমপক্ষে ৩ দিন আগে ডিজিটাল পদ্ধতিতে স্মার্টফোনের মাধ্যমে বন্যা পূর্বাভাসের তথ্য পৌঁছে যাবে দেশের প্রতিটি মানুষের কাছে। এতে পূর্ব প্রস্তুতির সুযোগ পাবেন প্রান্তিক জনগোষ্ঠী।

নিরাপদ আশ্রয়ের সন্ধানে বিপদজনক স্থান থেকে সরে পড়া, গবাদিপশু, হাঁস-মুরগিসহ সংরক্ষিত খাদ্যশস্য এবং অন্যান্য সমাগ্রী সরিয়ে নেয়া কিংবা নিরাপদে রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন সাধারণ মানুষ। এতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে।

সোমবার রাজধানীতে পানি সম্পদ মন্ত্রণালয় আয়োজিত ডিজিটাল পদ্ধতিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উদ্বোধন করা হয়।

২০২০ সাল থেকে দেশের নদী তীরবর্তী ১৪ জেলার ৩৮টি উপজেলায় এই কার্যক্রমটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়। আর ওই সময়ে প্রায় ১০ লাখ মানুষের কাছে বন্যা পূর্বাভাসের তথ্য পৌঁছে দেয়া হয়েছে।

ডিজিটাল বন্যা পূর্বাভাসের সুবিধা পেতে হলে সিস্টেমকে আরো ডেভেলপ করার তাগিদ দেন নীতিনির্ধারকরা। আর বন্যা পুর্বাভাসের মাধ্যমে বন্যার ব্যাপকতা, কৃষক ও কৃষির সুরক্ষা তথ্যও জানা যাবে।

কৃষি উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম বলেন, ঝুঁকিপূর্ণ এলাকাকে টার্গেট করেই আমরা কাজ করছি। আমরা এই কাজ অব্যাহত রাখবো।

পুরো প্রক্রিয়াটি বাস্তবায়নে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড, গুগল, এটুআই ও রেডক্রস।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!