সময় এখন ডেস্ক:
গরু চোরাচালান কোনোভাবেই রোধ করা যাচ্ছে না। অল্প দামে গরু এনে বেশি দামে দেশের বাজারে বিক্রি করার লোভ সামলাতে পারছে না চোরা কারবারিরা।
ফলে প্রায়ই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ এর গুলিতে মৃত্যু কিংবা ভারতীয়দের হাতে ধরা পড়ে রোষের শিকার হতে হচ্ছে অনেক বাংলাদেশি চোরা কারবারিকে।
এবার ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় গরু চোরাচালান করতে গিয়ে বাংলাদেশি এক নাগরিককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে ত্রিপুরার সিপাহীজলা জেলার একটি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
দেশটির এই সংবাদমাধ্যম বলছে, ত্রিপুরায় গরু চোরা কারবারি এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয় গ্রামবাসীরা।
শুক্রবার গভীর রাতে বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সন্দেহভাজন ৩ জন গরু চোরাকারবারি ত্রিপুরায় প্রবেশ করেন। তারা সিপাহীজলা জেলার সোনামুরার কমল নগর গ্রামের বাসিন্দা লিটন পালের বাড়ি থেকে গরু চুরির চেষ্টা করেন।
এ সময় টের পেয়ে যান লিটন পাল। তিনি মুঠোফোনে প্রতিবেশিদের সহযোগিতা চাইলে সবাই মিলে চারপাশে ঘিরে ওই ৩ বাংলাদেশির একজনকে আটক করেন। দু’জন সেখান থেকে পালিয়ে গেলেও এক বাংলাদেশি ধরা পড়েন।
এ সময় জনতার রোষের শিকার হন তিনি, ঘটনাস্থলে গণপিটুনিতে মারা যান সেই বাংলাদেশি।
খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে।
পুলিশ জানায়, স্থানীয় একদল উত্তেজিত জনতার পিটুনিতে ওই বাংলাদেশি মারা গেছেন। শনিবার সকালে পুলিশ নিহত বাংলাদেশির কাছে একটি মোবাইল ফোন ও বাংলাদেশি মুদ্রা পায়।
ভেঙে পড়েছে টয়লেট, মহাকাশে ২০ ঘণ্টা ডায়াপার পরে ৪ নভোচারী
টয়লেট বিগড়ে গেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। ফলে খুব মুশকিলে পড়েছেন মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফেরার অপেক্ষায় থাকা চার নভোচারী।
শনিবার এক বিবৃতিতে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, টয়লেট ভেঙে পড়ায় পৃথিবীর প্রায় ৪০০ কিলোমিটার ওপরে প্রদক্ষিণ করা মহাকাশ স্টেশনে টানা ২০ ঘণ্টা ধরে ডায়াপার পরে আছেন চার মহাকাশচারী।
বিপদগ্রস্ত এই নভোচারীরা হলেন- জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির আকিহিকো হোশিদে, নাসার শেন কিমব্রো ও মেগান ম্যাকআর্থার এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির থমাস পেসকাট।
ভরশূন্য অবস্থা বিভিন্ন গবেষণা চালানোর জন্য এই চার নভোচারী গত ৬ মাস ধরে ছিলেন মহাকাশে। ধনকুবের এলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ক্রু-২ মিশন রকেটে করে শুক্রবার পৃথিবীতে ফিরে আসার কথা ছিল তাদের।
কিন্তু আবহাওয়া অত্যন্ত খারাপ থাকায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল থেকে কিছুতেই উৎক্ষেপণ করা সম্ভব হচ্ছে না স্পেস এক্সের রকেট।
ফলে, ডায়াপার পরে পৃথিবীতে ফিরে আসার জন্য অপেক্ষা করতে হচ্ছে মহাকাশ স্টেশনে থাকা চার নভোচারীকে।