বিনোদন ডেস্ক:
ভাইরাল ভিডিওর দৌলতে রাণাঘাটের রাস্তা থেকে বলিউডে পাড়ি দিয়েছিলেন, ভাগ্যের ফেরে সব খুইয়ে রাণাঘাটেই এসে ঠেকেছেন রানু মণ্ডল। দুর্দশার দিন শুরু হয়েছিল তার। বায়োপিক তৈরি হচ্ছে রানুর- এটা পুরনো খবর হলেও আরেকটি এক সুখবর পাওয়া গেল। নিজের কণ্ঠের জাদু দেখাতে বাংলাদেশে আসছেন রানু মণ্ডল।
বাংলাদেশি সিনেমায় গান গাইবেন এই গায়িকা। খ্যাতনামা বাংলাদেশি মডেল-অভিনেতা হিরো আলমের প্রযোজনায় নির্মিতব্য সিনেমায় দুটি গান গাইতে চলেছেন রানু। ফেসবুক পোস্টে নিজেই এই খবর জানিয়েছেন হিরো আলম। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।
সেখানে দেখা যাচ্ছে রানুর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন হিরো আলম। সঙ্গে তিনি লিখেছেন, ‘রাজু চৌধুরী পরিচালিত এবং বাবু রেজা পরিচালিত হিরো আলম প্রোডাকশনের তৃতীয় এবং চতুর্থ অবদান ২ সিনেমার দুটো গানে কলকাতা রানু মণ্ডল গান গাইবেন। নভেম্বর ২০ তারিখ থেকে সিনেমার শুটিং শুরু হবে সবার দোয়া করবেন’।
এদিকে জানা গেছে, খুব শীঘ্রই শুটিং শুরু হচ্ছে রানু মণ্ডলের বায়োপিকের। বলিউডে তৈরি হচ্ছে রানুর বায়োপিক- ‘মিস রানু মারিয়া’। তার কাহিনি সিনেমার পর্দায় তুলে ধরছেন ‘কুসুমিতার গপ্পো’-খ্যাত পরিচালক হৃষিকেশ মণ্ডল। সিনেমায় রানুর ভূমিকায় অভিনয় করছেন ‘স্যাক্রেড গেমস’ সিরিজ খ্যাত অভিনেত্রী ঈশিকা দে।
আর তাই কিছুদিন আগেই রাণাঘাটে রানুর বাড়িতে গিয়ে তার সঙ্গে আড্ডা দিয়ে এসেছেন সিনেমায় রানুর চরিত্রাভিনেত্রী ঈশিকা। খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করেছেন রানুকে। পর্দায় চরিত্রটা ফুটিয়ে তুলতে যাতে কোনো কমতি না থেকে যায়, সেজন্য এত তোড়জোড় বলে জানিয়েছিলেন ঈশিকা।
অনেকেই জানেন না, খ্রিস্টান ধর্মাবলম্বী রানুর পুরো নাম রানু মারিয়া মণ্ডল। এখন তার এমন হতশ্রী অবস্থা হলেও এক সময় নিজের গানের জোরে মঞ্চ কাঁপাতেন রানু। তার ‘স্টেজ নেম’ ছিল মিস রানু মারিয়া। সময় বদলেছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে স্টেজে ওঠার ডাক। কিন্তু সুর ছাড়েনি রানুকে।
এত বছর পর একটি ভাইরাল ভিডিওর দৌলতে রানুর এত পরিচিতি। কিন্তু তার আগের জীবনটা কজনই বা জানে! রানুর অতীত জীবন তুলে ধরা হবে সিনেমায়। মিস রানু মারিয়া থেকে কীভাবে তিনি রানু মণ্ডল হয়ে গেলেন, জানা যাবে সেই গল্প।
এর আগে বলিউডের সিনেমাতেও প্লেব্যাক সিঙ্গার হিসাবে কাজ করার সুযোগ পান রানু মণ্ডল। ফেসবুকে ভাইরাল একটি ভিডিও ক্লিপ মারফত রাতারাতি জনপ্রিয়তা পান রাণাঘাট স্টেশনের ভিখারিনী রানু মণ্ডল। তার কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়েছিল নেটমাধ্যম।
রানু মণ্ডলের ভিডিও শেয়ার হতে হতে পৌঁছে গিয়েছিল বলিউডের দোরগোড়া পর্যন্ত। বলিউড গায়ক হিমেশ রেশমিয়ার সঙ্গে ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’ সিনেমায় প্লেব্যাক সিঙ্গার হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার। এরপর অবশ্য দীর্ঘদিন আলোচনার বাইরে ছিলেন তিনি।
পরিচিতরা জানান, কিছু নগদ প্রাপ্তির পর দেদারসে টাকা-পয়সা ওড়াতে শুরু করেন রানু। এমনকি ভিখারি-জীবনে যারা তার আপনজন ছিলেন, সেলিব্রেটি হওয়ার পর তাদের সাথে দেখা-সাক্ষাৎ দূরে থাক, বাড়ির আশপাশেও ঘেঁষতে দেননি তিনি। দূর-দূর করে তাড়িয়েছেন। চাকচিক্য বাড়াতে এবং নিজেকে গ্ল্যামারাস দেখাতে উড়িয়েছেন দেদারসে অর্থ।
কিন্তু যেভাবে তিনি বলিউডে নতুন করে আবাস গড়বেন বলে ভেবেছিলেন, সেই স্বপ্নের ফানুস জ্বলে ওঠার আগেই নিভে গেল। বলিউডে তেমন একটা কদর তিনি পাননি। ফলে আবারও দুর্দশার দিন শুরু হয়েছিল রানুর।
তবে এবার হয়ত সুদিন ফিরবে তার। খুন শীঘ্রই বলিউডে মুক্তি পাবে তার বায়োপিক- ‘মিস রানু মারিয়া‘। এ নিয়ে ইতিমধ্যে নেট দুনিয়ায় গুঞ্জন চলছে। আর বাংলাদেশে নির্মিতব্য হিরো আলমের নতুন সিনেমায় গান গাওয়ার চুক্তি করছেন রানু মণ্ডল- এই খবরে ইতিমধ্যে ভারত-বাংলাদেশের দর্শকমহলেও শোরগোল পড়ে গেছে।
অন্যদিকে, বাংলাদেশি তারকা হিরো আলমও আপ্লুত রানুকে সঙ্গে পেয়ে। তার মতে, রানুর সঙ্গে জুটি বাঁধলে জনপ্রিয়তা আরও বাড়বে। আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে তার গান ও সিনেমা।