হিন্দু ধর্ম নিয়ে কটূক্তি: মালয়েশিয়ায় বাংলাদেশি যুবক গ্রেপ্তার

0

প্রবাস ডেস্ক:

মালয়েশিয়ায় বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দু ধর্ম নিয়ে কটূক্তি এবং ধর্মীয় সম্প্রীতি বিরোধী উসকানিমূলক ভিডিও পোস্ট দেওয়ায় এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে জহুর বারু থানা পুলিশ।

শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জহুর বারু জালান কেম্পাস বাটু ৭১/২ থেকে তাকে গ্রেপ্তার করে জহুর বারু মুয়ার জেলা পুলিশ।

শনিবার (৬ নভেম্বর) লারকিন পিপলস হাউজিং প্রজেক্টে (পিপিআর) এক সংবাদ সম্মেলনে পুলিশপ্রধান দাতুক আইয়ুব খান মাইডিন বলেন, গ্রেপ্তার হওয়া বাংলাদেশির মালয়েশিয়ায় থাকার বৈধ কোনো কাগজপত্র নেই।

মালয়েশিয়ান দণ্ডবিধির ৫০৫ ধারায় তদন্ত করা হচ্ছে। দোষী সাব্যস্ত হলে গ্রেপ্তার ব্যক্তির ২ বছরের জেল, বড় অঙ্কের জরিমানা বা উভয়ই হতে পারে।

জানা যায়, সম্প্রতি ওই বাংলাদেশি যুবক ইসলাম প্রচার নিয়ে নানাভাবে গুজব ও মনগড়া কথা প্রচার করছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এক ভিডিও বার্তায় জানান, হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দীপাবলি কাফেরদের জন্য, এটা মুসলিমদের জন্য নয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন হিংসাত্মক বার্তা দেয়ায় এবং হিন্দুদেরকে ‘কাফের’ উল্লেখকরাসহ বিভিন্ন ধরণের কটূক্তি করার কারণে ওই বাংলাদেশি যুবককে আইনের আওতায় আনতে অভিযানে নামে দেশটির পুলিশ।

এরপর ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় জহুর বারু জালান কেম্পাস বাটু ৭১/২ থেকে তাকে গ্রেপ্তার করে জহুর বারু মুয়ার জেলা পুলিশ।

জহুর বারুর পুলিশপ্রধান আরও বলেন, ২৯ বছর বয়সী ওই বাংলাদেশিকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

গণমাধ্যমে ওই যুবকের চেহারা এবং তার নাম-পরিচয় প্রকাশ করেনি দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে মুসলিম প্রধান দেশ মালয়েশিয়ার ওই বাংলাদেশি মুসলিম ধর্মাবলম্বীকে গ্রেপ্তারের খবরে বাংলাদেশি কমিউনিটিতে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চাপা অসন্তোষও প্রকাশ পেয়েছে অনেকের মাঝে। যদিও এ বিষয়ে কেউই মুখ খুলতে রাজি নন।

তবে উদার মতাদর্শে বিশ্বাসী চাইনিজ, তাইওয়ানিজ, সিঙ্গাপুরী, ভারতীয়সহ বিভিন্ন দেশি অভিবাসীরা মালয়েশিয়ান পুলিশের এমন ত্বরিৎ ব্যবস্থা গ্রহণকে সাধুবাদ জানিয়ে বলেছেন, উগ্রবাদ প্রশমনে এমন পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!