স্পিকারকে সুলতান-মোকাব্বিরের চিঠি- শপথ গ্রহণ ৭ মার্চ

0

সময় এখন ডেস্ক:

একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরাম থেকে নির্বাচিত দুই সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান আগামী ৭ মার্চ শপথ নিতে যাচ্ছেন। সংসদ সচিবালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার (২ ফেব্রুয়ারি) এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকার বরাবর চিঠি দিয়েছেন তারা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুলতান মোহাম্মদ মনসুর মৌলভীবাজার-২ আসনে ধানের শীষ প্রতীকে নিয়ে নির্বাচিত হয়েছেন। আর মোকাব্বির খান উদীয়মান সূর্য প্রতীকে সিলেট-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর দলীয় সিদ্ধান্তে গণফোরাম থেকে নির্বাচিত এই দুই সংসদ সদস্য এতদিন শপথগ্রহণ নেননি। সম্প্রতি ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের সিদ্ধান্ত উপেক্ষা করে স্বাধীনতার মাস মার্চে সুলতান মনসুর ও মোকাব্বির খান শপথ নেয়ার ঘোষণা দেন।

সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বলেন, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাদের ভোটের মর্যাদা দিতেই শপথ গ্রহণ করব। আমি জাতীয় ঐক্য প্রক্রিয়ার প্রতিনিধি হিসেবে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছি। কিন্তু নির্বাচন করতে হলে নিবন্ধিত দলের সদস্য হতে হয়, তাই আমি গণফোরামের সদস্য হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলাম। এখন তারা যা সিদ্ধান্ত নেওয়ার, নিতে পারে।

মোকাব্বির খান বলেন, গণফোরামের সিদ্ধান্ত নিয়েই মার্চের প্রথম সপ্তাহে শপথ নিতে চাই। ড. কামাল হোসেনের সঙ্গে কথা বলেই শপথ নেওয়ার কথা জানান তিনি।

এদিকে শপথ নেয়ার আগে সিলেট হজরত শাহজালাল (রহ.), হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন সুলতান মনসুর।

শপথ নিলেই গণফোরাম থেকে বহিষ্কার

গণফোরাম সূত্র জানায়, দলের পক্ষ থেকে শপথ না নেওয়ার জন্য মনসুর ও মোকাব্বিরকে একাধিকবার কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। এমনকি বহিস্কারের কথাও বলা হয়েছে।

ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত অনুযায়ী, এ দুজন ছাড়াও বিএনপির নির্বাচিত ৬ জন সংসদ সদস্য হিসেবে শপথ নেননি। ফ্রন্টের শীর্ষ নেতাদের ফোরাম স্টিয়ারিং কমিটির সর্বশেষ বৈঠকেও এ সিদ্ধান্ত বহাল থাকে।

শেয়ার করুন !
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!