অভ্যন্তরীণ বিনিয়োগই প্রধানমন্ত্রীর কাছে গুরুত্বপূর্ণ: পরিকল্পনামন্ত্রী

0

সময় এখন ডেস্ক:

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, পরিবেশ, সংস্কৃতি ধ্বংস করে বিনিয়োগ চাই না। সর্বোচ্চ চাই আমাদের অভ্যন্তরীণ বিনিয়োগ। দেশে লাখ লাখ মানুষ, যারা ব্যবসা করেন, শিল্প কারখানা করছেন, তারা যে বিনিয়োগ করবেন, সেটাই আমাদের শ্রেষ্ঠ বিনিয়োগ। আমাদের প্রধানমন্ত্রীও তাই মনে করেন, তাঁর কাছে এটাই গুরুত্ব পায় বেশি। আমিও তাই মনে করি।

আজ শনিবার (২ মার্চ) রাজধানীর একটি হোটেলে ‘সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি : ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০১৯’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, বিদেশে বাংলাদেশি উচ্চশিক্ষিত প্রকৌশলীরা আছেন। বিদেশে চিকিৎসক ভাই-বোনেরা আছেন। অন্যান্য পেশারও আছেন। আশা করছি, পর্যায়ক্রমে সেসব পেশার ব্যক্তিরা নিজের মাতৃভূমিতে ফিরে আসবেন।

তিনি বলেন, আপনারা আসুন। আমাদের শেখ হাসিনা সরকার বলছে, এসো, এসো আমাদের ঘরে এসো। আমাদের ঘরে প্রথমে আপনারাই আসবেন। আপনাদের আজ বাংলাদেশের দরকার বেশি।

দেশের অভ্যন্তরে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ প্রয়োজন উল্লেখ করে এম এ মান্নান বলেন, বহির্বিশ্বে আমাদের যারা ভাই-বোন আছেন, তাদের বিনিয়োগ আশা করব। এবং অন্য যারা আসতে চান, তারাও এখানে আসবেন। নানাভাবে আমাদের আয়োজন হচ্ছে আপনাদের জীবনকে সহজ-সরল করার।

উন্নয়নমূলক ১৩ প্রকল্পে ১২ হাজার কোটি টাকা অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উন্নয়নমূলক ১৩টি প্রকল্পের জন্যে ১২ হাজার কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে। শেরে বাংলা নগর এনইসিতে অনুষ্ঠেয় সভায় প্রকল্পগুলো অনুমোদন করা হয়েছে।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ভারতীয় বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য বিশেষ গুরুত্ব দিয়েছেন। এজন্য একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের মোট ব্যয় ৮৪৬ কোটি টাকা।

মিরসরাইয়ে ভারতের জন্য নির্ধারিত অর্থনৈতিক অঞ্চলের নিমিত্তে ভূমি অধিগ্রহণ প্রকল্পসহ ১২ হাজার ৪৫৯ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকার ব্যয় করবে ৯ হাজার ৪৮১ কোটি টাকা।

শেয়ার করুন !
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!