মঞ্চেই ভক্তের মুখে ‘হিসু’ করলেন মার্কিন গায়িকা (ভিডিও)

0

বিনোদন ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীত উৎসব রকভিলের এবারের আয়োজনে এমন এক কাণ্ড ঘটেছে, যা নিয়ে তোলপাড় নেট দুনিয়ায়। কেউ কেউ এটাকে ভীষণ মজার বিষয় হিসেবে দেখছে, কেউ কেউ নাক সিঁটকাচ্ছেন।

মঞ্চে গান গাওয়ার সময় দর্শকদের সামনে প্যান্ট খুলে এক ভক্তের মুখে প্রস্রাব করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সোফিয়া উরিস্তা। প্যান্ট খুলে প্রস্রাব করার সেই ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

পরে অবশ্য ক্ষমা চেয়েছেন ৩৬ বছর বয়সী এই ব্যান্ড তারকা। জানিয়েছেন, অতি আবেগে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে গানের মঞ্চে জনপ্রিয় সঙ্গীতশিল্পী সোফিয়া উরিস্তা যে কাণ্ড ঘটিয়েছে, তা ভাইরাল। তিনি নিউইয়র্কভিত্তিক কভার ব্যান্ড ব্রাস অ্যাগেইন্সটের প্রধান গায়িকা।

ফ্লোরিডার ডেটোনা সৈকতে ৪ দিনব্যাপী রক ধাঁচের সঙ্গীতের বসন্তকালীন উৎসব শুরু হয় গত ১১ নভেম্বর। আয়োজনের প্রথম দিনে মঞ্চে ওঠেন সোফিয়া উরিস্তা। গাইলেন জনপ্রিয় গান ‘ওয়েক আপ’।

গানের মাঝখানে হঠাৎ তিনি বলে ওঠেন, আমার বেশ প্রস্রাব পেয়েছে। তবে এখন বাথরুমে যাওয়া সম্ভব নয়। তাই এখানেই কিছু একটা করতে হচ্ছে।

এরপর উরিস্তা দর্শকদের মধ্য থেকে একজনকে মঞ্চে ডেকে নেন। ওই ভক্তকে মঞ্চে শুইয়ে দিয়ে নিজের প্যান্টের বোতম খোলেন উরিস্তা। এরপর সবার সামনেই ওই ভক্তের মুখে প্রস্রাব করে দেন।

তবে ঘটনা এখানেই শেষ হয়নি। ওই ভক্ত মঞ্চে দাঁড়িয়েই নিজের মুখে লেগে থাকা প্রস্রাব দর্শকদের দিকেও ছিটিয়ে দেন।

পরে অবশ্য এই ঘটনার জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন এই জনপ্রিয় ব্যান্ড তারকা। ‘অতি আবেগের’ কারণে এমন কাণ্ড ঘটিয়েছেন বলে জানান তিনি।

নিজের টুইটার অ্যাকাউন্টে উরিস্তা লিখেছেন- মঞ্চে সব সময় নিজের সেরাটাই দেয়ার চেষ্টা করি। আমি জানি ওইদিন এতটা বাড়াবাড়ি করা ঠিক হয়নি। আপনারা অনেকেই দুঃখ পেয়েছেন। তবে কাউকে কষ্ট দেয়ার ইচ্ছা ছিল না। সঙ্গীতই আমার পরিচয়, দয়া করে এইভাবেই পাশে থাকবেন।

ভিডিও:

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!