ফিচার ডেস্ক:
নীল রঙের কাঁকড়া বিছাটি খুব আকর্ষণীয়। কিন্তু দেখতে যত সুন্দরই দেখাক না কেন, প্রকৃতপক্ষে এটি ভয়ঙ্কর বিষাক্ত। একবার হুল ফোটালেই দেয়ালের ছবি হয়ে যাওয়ার মত। আর বিষাক্ত হলেও মূল্যবান এর বিষ।
এই প্রজাতির কাঁকড়া বিছা কিউবায় পাওয়া যায়। এর ১ লিটার বিষের দাম ৮৬ কোটি টাকারও বেশি! আর এ কারণেই এই বিষকে বিশ্বের সবচেয়ে মূল্যবান বিষ বলা হয়।
এর কাছাকাছি দামের বিষ হলো থাইল্যাণ্ডের শঙ্খচূড়র সাপের বিষ। যার দাম প্রতি লিটার ৩৫ কোটি টাকা।
প্রতিবেদন থেকে জানা যায়, নীল রঙের কাঁকড়া বিছার বিষ থেকে ভিডাটক্স নামের একটি ওষুধ বানানো হয়। যা কিউবায় ক্যান্সার চিকিৎসায় ব্যবহার হয়।
বিষটিতে পঞ্চাশটিরও বেশি যৌগ পাওয়া যায়। যার মধ্যে খুব কমই এখন পর্যন্ত চিহ্নিত করা গেছে। তবে এই বিষের গুণ জানাজানি হতেই চাহিদা এবং দাম বাড়তে থাকে হু হু করে।
এই বিষ থেকে আরও কোনও দুরারোগ্য ব্যাধির ওষুধ বানানো যায় কি না তা নিয়েও গবেষণা চলছে নিরন্তর।
ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল গুরেভিজের মতে, এই বিষে এমন কিছু যৌগ আছে যেটি প্রাণঘাতী রোগের চিকিৎসায় কাজে লাগতে পারে। শুধু তাই নয়, অঙ্গ প্রতিস্থাপনের চিকিৎসাতেও এই বিষ কাজে লাগে।
বাল্যবিয়ে: প্রশাসনের উপস্থিতি দেখে কনে সেজে বসে গেলেন মেয়ের ভাবি!
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বিয়ের আয়োজন করেছিল পরিবার। বিয়ের আসরে বরের আসনে বসে আছেন রুবেল হোসেন (২২)।
এরই মধ্যে পুলিশ নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী অফিসার। প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে বিয়ের পোশাকে বরের পাশে বসে পড়েন কনের ভাবি।
উপজেলার খানপুর ইউনিয়নের একটি গ্রামে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে পালাতে গিয়ে পুলিশের হাতে আটক হন কাজি। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ে পড়ানোর অপরাধে কাজি রেহান রেজাকে (৪৭) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বর রুবেল হোসেনকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে দ্রুত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। বিয়ের জন্য নিকাহ্ রেজিস্ট্রারের খসড়া লেখা প্রায় শেষ পর্যায়ে ছিল। তখনই প্রশাসন উপস্থিত হওয়ায় বাল্যবিয়ে ঠেকানো গেছে।
তিনি আরও বলেন, প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে কাজি দৌড়ে পালানোর চেষ্টা করেন। আর কনে সেজে মেয়ের ভাবি বরের পাশে বসে পড়েন। এ ঘটনায় কাজিকে কারাদণ্ড এবং বরকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।