সময় এখন ডেস্ক:
সাবেক তথ্য প্রতিমন্ত্রীর সাথে ফোন আলাপ ফাঁস হওয়ার পর বেশ বিপাকে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা মাহিয়া মাহি। বর্তমানে তিনি ওমরা পালনের জন্য মক্কায় আছেন।
গতকাল ফোন আলাপ ফাঁস হওয়ার পর সেখান থেকে এক ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেন মাহি। এবার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান বলে জানিয়েছেন এই নায়িকা।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে তিনি তার ফেসবুকে লিখেছেন-
উমরাহ থেকে ফিরেই আমার প্রথম এবং একমাত্র চাওয়া আমি আমাদের সবার অভিভাবক, আমাদের মমতাময়ী মা (মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা)র সাথে ৩০ সেকেন্ডের জন্য হলেও দেখা করতে চাই। অনেক কিছু বলার আছে।
এই মনোবাসনা নিয়েই আমি মক্কা ত্যাগ করবো। আমার বিশ্বাস এই চাওয়া ব্যর্থ হবেনা।
এদিকে ফোন আলাপের ঘটনায় নায়ক ইমনকে ইতোমধ্যে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
দেশে ফিরলেই মাহিকে জিজ্ঞাসাবাদ করবেন ডিবি
সম্প্রতি তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের এক অডিও কিল্প ভাইরাল হয়েছে। যার কারণে মন্ত্রীত্ব হারাতে হয়েছে তাকে। এই ঘটনায় যুক্ত আছেন নায়িকা মাহি ও ইমন। মাহি দেশে ফিরলে ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তা হারুন অর রশিদ।
সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে সোমবার (৬ ডিসেম্বর) রাতে মিন্টু রোডে গোয়েন্দা কার্যালয়ে চিত্রনায়ক মামনুন হাসান ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। জিজ্ঞাসাবাদের বিষয়টি স্বীকার করেছেন ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ।
তিনি সংবাদমাধ্যমকে বলেন, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এবং চিত্রনায়িকা মাহির ফোনালাপের সঙ্গে অভিনেতা ইমনের সংশ্লিষ্টতা রয়েছে। প্রতিমন্ত্রী যখন ফোন করেন তখন ফোন রিসিভ করেন ইমন। তারপর প্রতিমন্ত্রীর সঙ্গে ইমন এবং মাহির কথোপকথন হয়।
মাহি এই মুহূর্তে ওমরার জন্য সৌদি আরবে অবস্থান করছেন। তাই প্রাথমিকভাবে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ কারণে ইমনকে ডিবি কার্যালয়ে ডেকেছিলাম। উনি ফোনালাপের এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
প্রায় আধা ঘণ্টাব্যাপী তার সঙ্গে ডিবি কর্মকর্তাদের কথা হয়। রাত সাড়ে ১০টার দিকে তিনি ডিবি কার্যালয়ে ত্যাগ করেন।
এদিকে, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে তাকে পদত্যাগের এ নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এরপরই সোমবার (৬ ডিসেম্বর) মক্কা শরীফ থেকে ফেসবুক লাইভে এসে স্বস্তি জানান মাহিয়া মাহি।