ওমরাহ থেকে ফিরে আবারও শ্যুটিংয়ে মাহি

0

বিনোদন ডেস্ক:

নভেম্বরের শেষ দিকে স্বামীর সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। উদ্দেশ্য ওমরাহ পালন করা। ওমরাহ পালনের পাশাপাশি সেখানে স্বামীকে নিয়ে মক্কার বিভিন্ন স্থানও ঘুরে দেখেছেন। ঘোরাঘুরির সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেছেন ঢাকাই ছবির এ নায়িকা।

সম্প্রতি দেশে ফিরেছেন মাহি। ফিরেই জানালেন শ্যুটিংয়ে অংশ নেওয়ার কথা। আগামী ১৭ ডিসেম্বর ঢাকার অদূরে ধামরাই এর ফিল্ম সিটিতে নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘কাগজের বিয়ে’ ওয়েব ফিল্মের শ্যুটিং শুরু করবেন বলে জানান মাহি।

তিনি বলেন, চয়নিকা দিদির সঙ্গে কাজটিতে অনেক আগেই চুক্তিবদ্ধ হয়েছিলাম। শিডিউল মোতাবেক শ্যুটিংয়ে অংশ নিচ্ছি।

ওয়েব ফিল্মটিতে মাহিয়া মাহির নায়ক হচ্ছেন ইমন। এর আগে জুটি বেঁধে দ্বিতীয় বারের মতো অভিনয় করতে চলেছেন ইমন ও মাহিয়া মাহি। এরআগে ‘মাফিয়া’ নামে একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন তারা।

এদিকে সম্প্রতি সময়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সাথে তার এবং চিত্রনায়ক ইমনের পুরনো একটি কল রেকর্ড ফাঁস হওয়া হয়, এই নিয়ে জল গড়িয়েছে অনেক।

সে সময় ফাঁস হওয়া ওই ফোনালাপ নিয়ে মাহি বলেন, আপনারা নিজে থেক একবার চিন্তা করে দেখবেন আসলে এই ভাষার প্রতি উত্তর আমি কী দিতাম সেই সময়? বলার ভাষা আমার সেদিন ছিল না। আমি নিজের মতো করে উত্তর দিয়ে পাশ কাটিয়ে গিয়েছিলাম সেদিন।

এটা ঠিক ২ বছর আগের ঘটনা ছিল। আমি বরাবরের মতো সেদিনও বলেছিলাম, আল্লাহ আমি কষ্ট পেয়েছি। যার মাধ্যমে কষ্ট পেয়েছি কোনো না কোনোভাবে তিনি তার ফল পেয়েছেন। এটা আমার কাছে প্রমাণিত।

বিশ্বের প্রশংসিত পুরুষের তালিকায় ৩ ধাপ এগিয়ে শাহরুখ খান

বলিউড সুপারস্টার শাহরুখ খান চলতি বছরে বিশ্বের সবচেয়ে প্রশংসিত পুরুষের তালিকায় ৩ ধাপ এগিয়েছেন। তালিকার শীর্ষে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

যুক্তরাজ্যে অবস্থিত ব্রিটিশ আন্তর্জাতিক ইন্টারনেট-ভিত্তিক বাজার গবেষণা এবং ডেটা অ্যানালিটিক্স ফার্ম ইউগোভ ‘ওয়ার্ল্ড’স মোস্ট অ্যাডমিয়ারড মেন ২০২১’-এর তালিকা প্রকাশ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই সমীক্ষায় ৩৮টি দেশের ৪ হাজার ২০০ জনেরও বেশি মানুষের ওপর এ জরিপ করা হয়েছে।

২০ জনের সেই তালিকায় ক্রমিক অনুসারে স্থান পেয়েছেন- বারাক ওবামা, বিল গেটস, শি জিংপিং, ক্রিশ্চিয়ানো রোনালদো, জ্যাকি চান, ইলন মাস্ক, লিওনেল মেসি, নরেন্দ্র মোদি, ভ্লাদিমির পুতিন, জ্যাক মা, ওয়ারেন বাফেট, শচীন টেন্ডুলকার, ডোনাল্ড ট্রাম্প, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, পোপ ফ্রান্সিস, ইমরান খান, বিরাট কোহলি, অ্যান্ডি লাউ ও জো বাইডেন।

তালিকায় স্থান পাওয়া ৫ ভারতীয়ের মধ্যে শাহরুখের ৩ ধাপ উন্নতি হলেও অমিতাভ বচ্চন পিয়েছেন এক ধাপ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পিছিয়েছেন ৪ ধাপ, বিরাট কোহলি ২ ধাপ। নতুন করে যুক্ত হয়ে শচীন টেন্ডুলকার অবস্থান করছেন ১২ নম্বরে।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!