ক্রিকেটারদের কেউ নতুন করে করোনা আক্রান্ত হননি: সুজন

0

স্পোর্টস ডেস্ক:

নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দলে নতুন করে কারও করোনা পজেটিভ হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

এখন কোয়ারান্টাইন থেকে বের হয়ে হোটেলে যেতে পারবেন বাংলাদেশের খেলোয়াড়রা, জানালেন তিনি।

সুজন আরও জানিয়েছেন, অধিনায়ক মোমিনুল হক, মেহেদি হাসান মিরাজসহ আইসোলেশনে থাকা দলের ৯ সদস্যকে ২০ তারিখ পর্যন্ত ক্রাইস্টচার্চের হোটেলেই থাকতে হবে। পরীক্ষার ফল নেগেটিভ হলেই দলের সাথে যোগ দিতে পারবেন তারা। আর স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথকে কোয়ারান্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

মহান বিজয় দিবসে বিসিবির পাঠানো ভিডিওবার্তায় সুজন এসব কথা বলেন। খবর বাসসের।

খালেদা মাহমুদ সুজন জানান, বিজয়ের ৫০ বছরে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের কিছু ভালো খবর আছে এখানে। আমরা মাশাআল্লাহ সবাই নেগেটিভ এসেছি আজকের রিপোর্টে।

আমাদের সবাইকে অনুশীলনের সুযোগ দিয়েছে। আমি ও টিম ম্যানেজার নাফিস ইকবাল এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলেছিলাম যে কীভাবে কী করবো। ওরা আজ আমাদেরকে পজেটিভ নিউজ দিয়েছে। আজকে অনুশীলনেও গিয়েছিলাম, তবে বৃষ্টির কারণে অনুশীলন করতে পারিনি।

এখন আমাদের জিম সেশন হবে বলেও জানান তিনি।

টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন আরও বলেন, শুক্রবার (১৭ ডিসেম্বর) আমরা এখান থেকে বের হয়ে অন্য একটা হোটেলে যাবো। যাদের ইয়োলো ব্যান্ড ছিল তারা ২০ তারিখ পর্যন্ত এখানে থাকবে। কাল থেকে তারা জিম ব্যবহার করতে পারবে, আমরা চলে যাবার পরে।

পরে ২১ তারিখ আমাদের সঙ্গে যোগ দেবে তারা। রঙ্গনা হেরাথকে কোয়ারান্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। বাকি সবাই সুস্থ আছি।

এর আগে নিউজিল্যান্ড সফররত বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ৯ জনকে কোয়ারান্টাইনে পাঠিয়ে দেওয়া হয়।

পরে বুধবার জানা যায়, কোনো ক্রিকেটার নন, করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!