বঙ্গবন্ধুর লুকে আরিফিন শুভর শ্যুটিংয়ের ছবি প্রকাশ

0

বিনোদন ডেস্ক:

বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়া এবং সাভারের কয়েকটি স্থানে শ্যুটিংয়ের মাধ্যমে বঙ্গবন্ধুর বায়োপিকের বাংলাদেশ অংশের শ্যুটিং শেষ হয়েছে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল ও রেজিস্ট্রার ভবন এলাকায় শ্যুটিংয়ের মাধ্যমে চলচ্চিত্রটির বাংলাদেশ অংশের দৃশ্যধারণ শুরু হয়। পরে ঢাকা কলেজ মাঠে ৭ মার্চের ভাষণের সেট বানিয়ে সেখানেও দৃশ্য ধারণ চলে বায়োপিকের।

বাংলাদেশ অংশের কাজ শেষ হওয়ার পর ভারতের মুম্বাইতে আর ৭-৮ দিনের কাজ বাকী। ওই ৭-৮ দিন শ্যুটিং করলেই পুরো সিনেমার শ্যুটিং শেষ হবে।

শনিবার এমন তথ্য জানিয়েছেন বায়োপিকের বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহম্মাদ হোসেন জেমী।

জেমী বলেন, বাংলাদেশ অংশের শ্যুটিং পার্ট শেষ। তবে মুম্বাইতে আরও ৭-৮ দিনের কাজ বাকি। তবে শ্যুটিং শেষ হলেও পোস্ট প্রোডাকশনে অনেক কাজ বাকি আছে। শ্যুটিংয়ের পাশাপাশি এই কাজও চলছে। পিরিয়ডিক্যাল শ্যুটিংয়ের কারণে অনেক ভিএফএক্সের কাজ হচ্ছে।

চলচ্চিত্রটি নিয়ে এর থেকে বেশি তথ্য দেওয়ার অনুমতি নেই বলেই জানালেন তিনি।

শনিবার দুই-জায়গায় দুটি ইউনিট কাজ হচ্ছে বায়োপিকের। একটি টুঙ্গিপাড়ায়, আরেকটি সাভার। ইন্ডিয়ান আর্মি, পাকিস্থান আর্মি এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু অ্যাকশন দৃশ্য করা হচ্ছে। আর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর নিয়ে কিছু দৃশ্যধারণ করা হচ্ছে বলেই জানালেন লাইন প্রডিউসার।

জানা গেছে, বাংলাদেশ অংশের শ্যুটিংয়ের জন্য ভারত থেকে ১০৭ জন ক্রু ও ১৫ জনের বেশি আর্টিস্ট এসেছিলেন। তারা অবশ্য আসা-যাওয়ার মধ্যে ছিলেন।

গত ২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় সিনেমার অর্ধেকের বেশি দৃশ্যধারণ করা হয়েছে। বাকি কিছু অংশের শ্যুটিং করা হচ্ছে বাংলাদেশে।

সেপ্টেম্বরে বাংলাদেশে শ্যুটিংয়ের পরিকল্পনা থাকলেও করোনা ভাইরাস মহামারির কারণে তা পেছানো হয়েছিল।

এদিকে সম্প্রতি বঙ্গবন্ধুর লুকে দেখা গিয়েছে নায়ক আরিফিন শুভকে। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে ভাইরাল সেই ছবি। ছবিটিতে দেখা যাচ্ছে কালো পোশাক পরে দাঁড়িয়ে আছেন শুভ মঞ্চে। আর তার পাশে দাঁড়িয়ে আছেন নায়ক রিয়াজ তাজউদ্দীন আহামেদ এবং খন্দকার মোশতাক আহমেদ এর বেশে ফজলুর রহমান বাবু।

ছবিটি পরিচালনা করছেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ। বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজসহ আরও অনেকে এতে অভিনয় করছেন।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!