সময় এখন ডেস্ক:
চলতি পথে বিভিন্ন ধরনের যৌন হয়রানি ও নিপীড়নের শিকার হচ্ছেন নারীরা। কখনও প্রকাশ্যে, কখনও বা গোপনে। অগোচরে ঘটে যাওয়া যৌন বিকৃতদের কারনে নারীরা লাঞ্ছিত হচ্ছেন। বিকৃতমনাদের হাতের মোবাইল দিয়ে নারীদের অসতর্ক মুহুর্তের ছবি বা ভিডিও ছড়িয়ে পড়ছে বিভিন্ন অশালীন ওয়েবসাইটে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। সামাজিকভাবে নারীরা হেয় প্রতিপন্ন হচ্ছেন ভীষণভাবে। অথচ এখানে বিন্দুমাত্র দায়ও নেই নারীর!
লোকচক্ষুর আড়ালে প্রতিনিয়ত ঘটে যাওয়া এমনই এক ঘটনা এবার উন্মোচিত হয়ে গেল হঠাৎ করে।
ট্রেনের টয়লেটে নারী যাত্রীদের ভিডিও গোপনে ধারণ করার দায়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সুজন ঋষি (২৪) নামে এক যুবক ধরা পড়েছে। ধৃত যুবককে যাত্রীরা গণধোলাই দিয়ে রেল পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরে তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলী ট্রেন থেকে ওই বিকৃতমনা যুবককে ভিডিও করার সময় হাতেনাতে আটক করা হয়। আটক যুবক আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের মৃত সোনাতন ঋষির ছেলে।
ট্রেনে থাকা যাত্রীদের সূত্রে জানা যায়, আন্তঃনগর মহানগর গোধূলী ট্রেনটি আখাউড়ায় যাত্রাবিরতির সময় সুজন ঋষি নামক ওই যুবক ট্রেনে ওঠে। এ সময় এক নারী যাত্রী টয়লেটে প্রবেশ করলে সুজন ঋষি গোপনে তার ভিডিও ধারণ করে। পরে বিষয়টি কয়েকজন যাত্রীর নজরে এলে ট্রেনে থাকা যাত্রীরা ওই যুবককে গণধোলাই দিয়ে আটক করে রেলওয়ে পুলিশের হাতে সোপর্দ করে।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস জানান, আমরা ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতের হাতে সোপর্দ করেছি।
এই বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ কে এম শরিফুল হক বলেন, ওই যুবককে গোপনে নারীর ভিডিও ধারণ করার দায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।